বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০১৭, ১১:১৫:৩১

গতকালের মুস্তাফিজের বোলিং নিয়ে যা বললেন সেই ভুবনেশ্বর

গতকালের মুস্তাফিজের বোলিং নিয়ে যা বললেন সেই ভুবনেশ্বর

স্পোর্টস ডেস্ক: গত আইপিএলে যে ঝড় তুলেছিলেন মোস্তাফিজুর রহমান, এবার তার চেয়ে বড় ঝড়ের প্রতিশ্রুতি দিয়ে গেছেন তিনি। কিন্তু প্রথম ম্যাচটা হয়নি সেভাবে। মোস্তাফিজ ছিলেন এলোমেলো। তারপরও, আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদের আরেক পেসার ভুবনেশ্বর কুমার মনে করেন, মোস্তাফিজ ঘুরে দাঁড়াবে।

এবারের আইপিএলের প্রথম দুই ম্যাচে দলে ছিলেন না মোস্তাফিজ। তৃতীয় ম্যাচে তিনি যোগ দেন দলের সঙ্গে। তাকে দলে নিতে উইনিং কম্বিনেশনও ভাঙে হায়দরাবাদ।

কিন্তু মোস্তাফিজ সুবিধা করতে পারেননি।  প্রথম ওভারেই দিয়ে দেন ১৯ রান।  আইপিএলে এতো রান আর কখনোই দেননি এই পেসার।  দুই ওভার চার বলে ৩৪ রান দিয়েও কোনো উইকেট পাননি তিনি।  দলও গেছে হেরে।

ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে ম্যাচে হায়দরাবাদের সেরা বোলার ভুবনেশ্বর কুমার বলেন, ‘আমরা যে রান করেছিলাম (১৫৮), তা যথেষ্ট নয়।  এই কন্ডিশনে এই রান নিয়ে খুব বেশি কিছু করা যায় না।  এ ছাড়া এই কন্ডিশনে বোলিংও খুব কঠিন কাজ।  তবে আমরা যদি পাওয়ার প্লেতে কিছু উইকেট নিতে পারতাম, তাহলে হয়তো কিছু একটা হতো।  কিন্তু আমরা সেটাও পারিনি। ’

মোস্তাফিজের বিষয়ে তিনি বলেন, ‘এমন একটা দিন যেতে পারে।  এটা তার বাজে দিনগুলোর একটা ছিলো।  তবে আমি নিশ্চিত, মোস্তাফিজ ঘুরে দাঁড়াবে।  সে নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেট খেলছে।  সে জানে কীভাবে কী করতে হয়।  তাকে বলে দেয়ার কিছু নেই।  সে নিশ্চিতভাবেই ঘুরে দাঁড়াবে। ’

সানরাইজার্সের পরের ম্যাচ ১৫ মার্চ।  ওই ম্যাচে মুখোমুখি হতে পারেন সাকিব আর মোস্তাফিজ।  ইডেন গার্ডেনে মুখোমুখি হবে দুই বাংলাদেশি ক্রিকেটারের আইপিএল দল, সাকিবের কলকাতা নাইট রাইডার্স ও মোস্তাফিজের সানরাইজার্স হায়দরাবাদ।  বাংলাদেশ সময়ে বিকেল সাড়ে চারটায় হবে ম্যাচটি।
এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে