স্পোর্টস ডেস্ক: তুরিনে নতুন সূর্যোদয়! লিওনেল মেসি ম্লান ‘নতুন মেসি’ পাওলো দিবালার দ্যুতিতে। তরুণ এ আর্জেন্টাইনের জোড়া গোলে বার্সেলোনাকে ৩-০ ব্যবধানে বিধ্বস্ত করল জুভেন্টাস। এমনই বড় এক লজ্জার গল্প এটা। চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের এ হারটা লুই এনরিকের কাছে ‘দুঃস্বপ্ন’। সেমিফাইনালে যেতে নিজেদের মাঠে জিততে হবে চার গোলের ব্যবধানে। বার্সা সমর্থকদের জন্য দুঃসংবাদ—এবারের আসরে এ পর্যন্ত মাত্র দুটি গোল হজম করেছে জুভেন্টাস।
পাওলো দিবালাকে অনেক দিন ধরেই মেসির আয়নায় দেখছেন আর্জেন্টাইনরা। তাই বলে প্রথমবার মেসির মুখোমুখি হয়ে পুরো আলোটা কেড়ে নেবেন, এতটা হয়তো ভাবেননি ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ডও। ৭ মিনিটেই দুর্দান্ত গোলে এগিয়ে দেন জুভেন্টাসকে। হুয়ান কুয়ার্দাদো ড্রিবলিং করে বার্সার বক্সে ঢুকে বল বাড়িয়েছিলেন দিবালাকে। ১২ গজ দূরে থাকা দিবালা ডান পায়ে বল ধরে নিজের শরীরটাকে ঘুরিয়ে আচমকা এক শটে হতভম্ব করে দেন বার্সা গোলরক্ষক আন্দ্রে টের স্টেগানকে। মেসি গোল করলে উদ্যাপন করেন সাধারণত দুহাত ওপরে তুলে। দিবালা করলেন কুয়ার্দাদোর সঙ্গে মাঠে ডিগবাজি খেয়ে!
২১ মিনিটে মেসি জাদুতে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল বার্সা। বেশ দূর থেকে চার ডিফেন্ডারকে কাটিয়ে ডি বক্সে আন্দ্রেস ইনিয়েস্তাকে নিখুঁত পাস বাড়িয়েছিলেন মেসি। কিন্তু অভিজ্ঞতার সবটুকু নিংড়ে ৩৯ বছর বয়সী গোলরক্ষক জিয়ানলুইজি বুফন ঠেকিয়ে দেন খুব কাছ থেকে নেওয়া ইনিয়েস্তার শট। ৭৬ সেকেন্ড পরই ব্যবধান দ্বিগুণ করে ফেলেন দিবালা। মারিও মানজুকিচের বাঁ প্রান্ত দিয়ে বাড়ানো বল ডি বক্সের কাছে থাকা দিবালা প্রথম ছোঁয়ায় বাঁকানো শটে জেরার্দ পিকের পাশ দিয়ে জালে পাঠান বাঁ পোস্ট ঘেঁষে। ডাগআউটে থাকা বার্সা কোচ এনরিকে তখন হতাশায় মুহ্যমান। ৫৫ মিনিটে জুভেন্টাস পেয়ে যায় তৃতীয় গোল। পিয়ানচির কর্নার থেকে গায়ে লেগে থাকা হাভিয়ের মাসচেরানোকে ফাঁকি দিয়ে কিয়েল্লিনির জোরালো হেড জড়ায় জালে। এটা ইতালির এ ডিফেন্ডারের ২০০৯ সালের পর চ্যাম্পিয়নস লিগে প্রথম গোল।
ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল তখনই। তার পরও মূল্যবান অ্যাওয়ে গোলের প্রচেষ্টায় মরিয়া আক্রমণ শানাচ্ছিলেন মেসি, সুয়ারেস, নেইমার ত্রয়ী। ৬৮ মিনিটে মেসির বাড়ানো ক্রসে গোলও করতে পারতেন সুয়ারেস। কিন্তু তাঁর নিচু শট হাত লাগিয়ে কর্নারের বিনিময়ে রুখে দেন বুফন। নেইমারের আরেকটি প্রচেষ্টা নসাৎ করেন কিয়েল্লিনি। বার্সাকে তাই মাঠ ছাড়তে হয় ৩-০ গোলে বিধ্বস্ত হয়ে।
শেষ ষোলোর প্রথম লেগে ৪ গোলে হেরে নিজেদের মাটিতে পিএসজিকে ৬ গোল দিয়েছিল বার্সা। তবে জুভেন্টাসের দুর্গ ভাঙাটা যে সহজ নয় জানিয়ে দিলেন এনরিকে, ‘এ নিয়ে দ্বিতীয়বার এমনটা হলো। ঘুরে দাঁড়ানোর কথা চিন্তা করাটাও কঠিন। তবে আমরা চেষ্টা করব। বিরতির পর ভালো খেলেছিলাম। প্রথমার্ধটা ছিল দুঃস্বপ্নের। প্রতিপক্ষকে এমন উপহার দিলে অবশ্যই সমস্যায় পড়বেন আপনি। ’
২০১৪-১৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে জুভেন্টাসকে ৩-১ গোলে হারিয়েছিল বার্সা। তবু গত পরশুর জয়টাকে এর প্রতিশোধ মানছেন না জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো আল্লেগ্রি। তবে এটাকে নিজের ক্যারিয়ারের সেরা বললেন তিনি, ‘ইউরোপে সবাই শ্রদ্ধা করে জুভান্টাসকে। এখানে আমার তিন বছরে এটাই সবচেয়ে সেরা সাফল্য। টেকনিক্যালি আমরা আক্রমণ ও রক্ষণে ভালো খেলছিলাম। দ্বিতীয় লেগটা অন্য রকম হবে। জানি না সেমিফাইনালে ওঠার কত শতাংশ সুযোগ আছে আমাদের। তবে বার্সায় আমরা যাব গোল করার লক্ষ্য নিয়ে। ’
ম্যাচ শেষে মেসি আলতো হাতের টোকায় অভিনন্দন জানিয়েছিলেন দিবালাকে। তবে মেসির সঙ্গে নিজের তুলনাটা কখনই পছন্দ করেননি দিবালা। করলেন না প্রথম বড় মঞ্চে বিশ্ব দুয়ারে নিজেকে তুলে ধরার পরও, ‘বার্সেলোনার মেসি মেসিই। আমি পাওলো আর সন্তুষ্ট এতেই। পরের ম্যাচে কী হবে জানি না, এই মুহূর্তটা উপভোগ করছি আপাতত। আমার সমর্থকদের আরো আনন্দ দিতে চাই। তাই নতুন চুক্তি করতে যাচ্ছি জুভেন্টাসের সঙ্গে। এখানে সমর্থকরা খুব পছন্দ করে আমাকে। ’ এই ম্যাচ শেষে দিবালাকে ঘিরে উন্মাদনার পারদটা চড়েছে আরো। জিয়ানলুইজি বুফন তো সময়ের সেরা তিন ফুটবলারের একজন মানছেন এই তরুণকে, ‘দিবালা এখনই বিশ্বের সেরা পাঁচ ফুটবলারের একজন। সেরা তিনজনের বাইরেও রাখতে পারবেন না ওকে। ’ সেরা তিনে চলে এলে ‘নতুন মেসি’ হওয়ার দরকারটাই কী? নিজের দ্যুতিতেই তো আলোকিত দিবালা! এএফপি
এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর