স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি ও ত্রিদেশীয় সিরিজের দল একসঙ্গেই দেয়া হবে। চ্যাম্পিয়ন্স ট্রফি ও ত্রিদেশীয় সিরিজের দল একসঙ্গেই দেয়া হবে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ও আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের জন্য একজন অভিজ্ঞ ব্যাটসম্যান খুঁজছে বাংলাদেশ। এ জন্য শাহরিয়ার নাফীসেই কি সমাধান? শ্রীলঙ্কা সফরের দলটার বাইরেই একজন ব্যাটসম্যান চাইছেন নির্বাচকরা।
তিনি আরও বলেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি, ত্রিদেশীয় সিরিজের জন্য দলটা চূড়ান্ত হবে আগামী ১৯ এপ্রিল। মূল দলের বাইরে তিনজন বাড়তি ক্রিকেটার যেতে পারেন ইংল্যান্ডে। সেখানে ছয় পেসার থাকতে পারেন।
চ্যাম্পিয়ন্স ট্রফি ও ত্রিদেশীয় সিরিজের দল একসঙ্গেই দেয়া হবে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘আমরা ১৯ এপ্রিল দলটা চূড়ান্ত করবো। তারপর বোর্ড আপনাদের জানাবে। ক'জন বাড়তি ক্রিকেটার পাঠাবো তা কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত করবো।’
মূল দলের বাইরে বাড়তি তিনজন ক্রিকেটার যাবেন ইংল্যান্ডে। সেখানে একজন ব্যাটসম্যান ও একজন পেসার থাকবেন। মোট পেসার হবেন ছয় জন। বর্তমানে দলে পাঁচ পেসার হিসেবে মাশরাফি, মুস্তাফিজ, তাসকিন, রুবেল, শুভাশীষ আছেনই। তাই ষষ্ঠ পেসার হিসেবে শফিউল ইসলামেরও ভাগ্য খুলতে পারে। প্রিমিয়ার লিগে তার পারফরম্যান্সের প্রতি দৃষ্টি থাকছে নির্বাচকদের।
ইংল্যান্ডের কন্ডিশনে অভিজ্ঞ ক্রিকেটাররা ভালো করে। মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, তাই একজন অভিজ্ঞ ব্যাটসম্যান খুঁজছেন তারা। এর মধ্যে কয়েকজনের নাম তাদের মাথায়ও আছে। লিগের পরবর্তী ম্যাচগুলোতে ওই সব ব্যাটসম্যানের পারফরম্যান্স পরখ করবেন তারা।
প্রধান নির্বাচক এ প্রসঙ্গে বলেন, ‘পরপর দুটি সিরিজ সামনে। খেলোয়াড়দের চোটে পড়ার একটা শঙ্কা থাকে। তারচেয়ে বড় ব্যাপার হলো, পারফরম্যান্সের উঠা-নামা করে। আমরা প্রিমিয়ার লিগে চোখ রাখছি। কয়েকজনের কথা ভাবনায় আছে। আমরা অভিজ্ঞ একজন ব্যাটসম্যান খুঁজছি। ওখানকার কন্ডিশনে অভিজ্ঞরা ভালো করে। নতুনদের সেখানে মানিয়ে নেয়া কঠিন হয়।’
১৩ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর