স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তে তিন মোড়ল- ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার আধিপত্য খর্বের ব্যাপারে একমত হয়েছে এর নির্বাহী কমিটি। কিন্তু এমন সিদ্ধান্তে খুশি নয় বাংলাদেশ। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি) এর সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ভারত দুর্বল হলে, বাংলাদেশও দুর্বল হয়ে পড়বে।
তিন মোড়লের আধিপত্যের বেড়াজাল থেকে বের হয়ে টেস্ট মর্যাদাপ্রাপ্ত দেশগুলোর মধ্যে রাজস্ব অর্থ সমবন্টনের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। সব টেস্ট খেলুড়ে দেশগুলো প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত সমর্থন করলেও বিরোধিতা করে ভারত।
বুধবার আইসিসির ওয়ার্কিং কমিটির সদস্য হিসেবে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এর প্রধান অ্যাডমিনিস্টেটর ভিনোদ রায়ের সঙ্গে সাক্ষাৎ করেন নাজমুল হাসান পাপন। সেখানেই নাজমুল হাসান পাপন তার ওই অভিমত ব্যক্ত করেন।
রাজস্ব অর্থ সমবন্টনের বিষয়ে নাজমুল হাসান পাপন বলেন, আমি চাই না কোনো সদস্য দেশের ক্ষতি হোক। বিশেষ করে ভারত, যারা আমাদের সমর্থনে সব সময় কাজ করেছে। ফলে যদি ভারত দুর্বল হয়, তবে আমরাও দুর্বল হবো।
১৩ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর