বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০১৭, ০৩:০১:০৯

টাইগারদের সাবেক কোচ হোয়াটমোর এখন ভারতের কোচ

টাইগারদের সাবেক কোচ হোয়াটমোর এখন ভারতের কোচ

স্পোর্টস ডেস্ক: সর্বশেষ জিম্বাবুয়ে জাতীয় দলের কোচ হয়ে দায়িত্ব পালন করেছিলেন ডেভ হোয়াটমোর। এবার জাতীয় দলের কোচিং ছেড়ে ভারতীয় ঘরোয়া ক্রিকেটের হেড কোচ হিসেবে নাম লেখালেন সাবেক বাংলাদেশ কোচ।

ভারতের ঘরোয়া দল কেরালার কোচ হয়ে দায়িত্ব পালন করবেন তিনি। কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়েছে, হোয়াটমোর ৬ মাসের চুক্তিতে কেরালার ঘরোয়া ক্রিকেট সামলাবেন। একই সঙ্গে কেরালার জুনিয়র ক্রিকেট প্রোগ্রামটাও তদারক করবেন।

২০১৬ সালের মে মাসে জিম্বাবুয়ের দায়িত্ব ছাড়ার পর বর্তমানে চেন্নাই ভিত্তিক শ্রী রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। যেখানে তিন বছরের চুক্তিতে রয়েছেন হোয়াটমোর। অবশ্য এখানে তার নিজস্ব একাডেমি হোয়াটমোর সেন্টার অব ক্রিকেটও সম্পৃক্ত রয়েছে।

বলতে গেলে ২০১৬-১৭ মৌসুমে বাজে পারফরম করে কেরালা। রঞ্জি ট্রফিতে ৯ ম্যাচে জয় পায় মাত্র একটিতে! এই ক্যাম্পেইনের মাঝপথেই হেড কোচ পি বালাচন্দ্রনকে ছাঁটাই করে বসে অ্যাসোসিয়েশন। তার জায়গায় দায়িত্ব পান সাবেক ফাস্ট বোলার তিনু ইয়োহান্নান। হোয়াটমোর দায়িত্ব নেবেন আগামী মধ্য সেপ্টেম্বরে। ফলে বাকি ২০১৭-১৮ মৌসুম পুরোটাই সামলাবেন তিনি।

ভারতে এর আগেও কোচিংয়ের দায়িত্ব পালন করেছেন হোয়াটমোর। দেশটির ন্যাশনাল ক্রিকেট একাডেমি ও অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে যুক্ত ছিলেন। এমনকি কলকাতা নাইট রাইডার্স-এর কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
১৩ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে