স্পোর্টস ডেস্ক: লিন ওপেনার। সাকিব মিডলঅর্ডার। আইপিএলে সেখান থেকে মাঝে মাঝে লোয়ার মিডলঅর্ডারে চলে যান। তবু বৃহস্পতিবারের ম্যাচে ওই লিনের পরিবর্তে সাকিবকে মাঠে দেখা যেতে পারে। লিন যে কাজটি ওপেনে এসে করতেন, সাকিবকে সেই কাজটি করতে হবে মিডলঅর্ডার এবং বল হাতে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।
সাকিবকে এই ম্যাচে খেলানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে ভারতীয় গণমাধ্যম। টাইমস অব ইন্ডিয়া তাদের ম্যাচপ্রিভিতে লিখেছে, কেকেআর তিন পেসার নিয়ে নামতে পারে। সেই সঙ্গে খুব সম্ভবত বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান লিনের জায়গায় খেলবেন।
লিন না থাকায় ওপেনিং নিয়ে ভাবতে হবে কলকাতাকে। রবীন উথাপ্পাকে এই দায়িত্ব দেয়া হতে পারে।
গম্ভীরের দল নিজেদের প্রথম ম্যাচে বড় জয় পাওয়ার পর দ্বিতীয় ম্যাচে মুম্বাইয়ের কাছে হেরে যায়। ওই ম্যাচে বোলাররা শেষ চার ওভারে ৬৪ রান খরচ করায় ম্যাচটি হাতছাড়া হয়ে যায়।
বিদেশি খেলোয়াড়দের মধ্যে প্রথম দুই ম্যাচে খেলেছেন ট্রেন্ট বোল্ট, ক্রিস ওকস, ক্রিস লিন এবং সুনীল নারিন। প্রথম ম্যাচে লিন বাদে আর কেউ তেমন ভালো করতে পারেননি। সুনীল নারিন ৪ ওভার বল করে ৩৩ রান দিয়ে উইকেটহীন থাকেন। ওকস তিন ওভারে ৩৫ দিয়ে আর বল করার সুযোগ পাননি।
দ্বিতীয় ম্যাচেও ব্যাটসম্যান ক্রিস লিন ভালো করেন। ২৪ বলে ৩২ করেন। প্রথম ম্যাচে ৯৩ রান করে অপরাজিত ছিলেন। শেষ ম্যাচে স্পিনার সুনীল নারিন ভালো করলেও অন্য দুই বিদেশী ট্রেন্ট বোল্ট এবং ক্রিস ওকস ব্যর্থ হয়েছেন। বোল্ট ৩.৫ ওভারে ৪৭ এবং ওকস ৪ ওভারে ৩৪ রানে এক উইকেট নেন। নারিন ৪ ওভারে ২২ রানে ১ উইকেট নেন।
মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ওই ম্যাচে হারের পাশাপাশি লিনের ইনজুরি বড় ধাক্কা হয়ে আসে কলকাতার জন্য। সোমবারে ২৭ বছরে পা দেওয়া এই ক্রিকেটার বাঁ কাঁধে আঘাত পান। শেষ ১৮ মাসে এই নিয়ে তিনবার কাঁধে আঘাত পেলেন তিনি।
১৩ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস