স্পোর্টস ডেস্ক: আবারও শতকের দেখা পেলেন নাসির হোসেন। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে গাজী গ্রুপের হয়ে ১০৬ রানের অপরাজিত ইনিংস খেলেছেন নাসির। মূলত তাঁর আর পারভেজের ব্যাটে ভর করে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৭ উইকেটে পরাজিত করল গাজী গ্রুপ। ৫৩ রানে অপরাজিত ছিলেন পারভেজ।
এর আগে ইমার্জিং টিমস এশিয়া কাপে বাংলাদেশ দলের সহ-অধিনায়ক ছিলেন নাসির। প্রথম ম্যাচে তিনি ব্যাটিং করার সুযোগ পাননি। তবে বল হাতে ১৮ রানে শিকার করেন ৩টি উইকেট। পরের ম্যাচে ১০৯ রানের অপরাজিত ইনিংস খেলেন নাসির।
এছাড়া জাতীয় লিগে তিন ম্যাচের চার ইনিংসে ব্যাট হাতে দলে ফেরার আভাস দেন নাসির। যদিও বোলিংয়ে করার খুব একটা সুযোগ পাননি তিনি। ১০৯.৩৩ গড়ে ৩২৮ রান করেছেন নাসির। হাঁকিয়েছেন ক্যারিয়ারের প্রথম দ্বিশতক।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের চতুর্থ আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে ১০টি ইনিংসে ১৯৫ রানের পাশাপাশি শিকার করেছেন ৪টি উইকেট। আর ফিল্ডিংয়ে দেখিয়েছেন দারুণসব কারিশমা। তালুবন্দি করেছেন অবিশ্বাস্য ৮টি ক্যাচও। ঢাকার হয়ে সেরা রান সংগ্রাহকের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে নাসিরের নাম।
দেশের জার্সিতেও নাসিরের ক্যারিয়ার খুব একটা খারাপ না। একদিনের ক্রিকেটে ৫৮ ম্যাচ থেকে ১২৬২ রান করেছেন নাসির। যেখানে তাঁর গড় ৩২ এর উপরে। রয়েছে ১টি শতক আর ৬টি অর্ধশতকের ইনিংস।
কেবল ব্যাটিংয়েই নয়, বল হাতেও অনেকখানি সফল নাসির। ৫৮ ম্যাচ খেলে ঝুলিতে পুরেছেন ২১টি উইকেট। যেখানে তাঁর বোলিং ইকোনমিক রেট ৪.৬১। টেস্টে ১৭ ম্যাচে ৯৭১ রানের পাশাপাশি ৮ উইকেট। টি-টোয়েন্টিতে ৩১ ম্যাচ থেকে করেছেন ৩৭০ রান। রয়েছে ৭টি উইকেট।
সবশেষ গত বছর ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে সুযোগ পায় নাসির হোসেন। এরপর আর জাতীয় দলে আর জায়গা হয়নি নাসিরের। ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে ২২ গজে একবার পা পড়েছিল এই টাইগার অলরাউন্ডারের।
১৩ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিএস