বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০১৭, ০৮:১৩:৩২

অবিশ্বাস্য জয় উপহার দিয়ে ‘নায়ক’ সোহান

অবিশ্বাস্য জয় উপহার দিয়ে ‘নায়ক’ সোহান

স্পোর্টস ডেস্ক: জয়ের লক্ষ্য ২১০। তা টপকাতে নেমে কী চাপেই না পড়েছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ৫৫ রান তুলতেই নেই ৩ উইকেট। বিপদের মাঝে দলের ত্রাতা হয়ে আসেন নুরুল হাসান সোহান। অবিশ্বাস্য এই জয়ের নায়ক সোহান। এই তরুণের ৮০ রানের দুর্দান্ত ইনিংসে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ২ উইকেটে জয় পেয়েছে শেখ জামাল।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে জয় থেকে যখন ২ রান দূরে, তখন আউট হন সোহান। আব্দুর রাজ্জাক ও ইলিয়াস সানি একটি করে সিঙ্গেল নিয়ে শেখ জামালের জয় নিশ্চিত করেন ৪৯.২ ওভারে।

পঞ্চাশ পেরিয়ে যেতেই তিন উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়া শেখ জামাল জয়ের ভিত পায় চতুর্থ উইকেট জুটিতে। রাজিন সালেহ’র র সঙ্গে ৬৬ রানের একটি জুটি গড়েন সোহান। ৩২ রান করে রাজিন বিদায় নিলে তানবীর হায়দারকে নিয়ে ৬৬ রানের আরেকটি জুটি হয় সোহানের। তাতেই জয়ের কাছে চলে যায় শেখ জামাল। তানবীর সাজঘরে ফেরেন ৩১ রান করে। শেষ পর্যন্ত ২১০ রানের টার্গেটে পৌঁছাতে তাদের হারাতে হয় ৮ উইকেট।

বাঁহাতি স্পিনার মনির হোসেন নেন তিনটি উইকেট। আরাফাত সানি নিয়েছেন দুটি। একটি করে উইকেট মাহবুবুল আলম ও মঈনুল ইসলামের।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ২০৯ রান তোলে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। আব্দুর রাজ্জাক ও সোহাগ গাজীর ঘূর্ণিতে ৪৮.২ ওভারে অলআউট হয় তারা। উত্তম সরকার ৮৮ ও নাসিরউদ্দিন ফারুক করেন ৪৪ রান।

রাজ্জাক চারটি ও সোহাগ নেন তিনটি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন শাহদাত হোসেন রাজীব, ফজলে রহমান ও জিয়াউর রহমান।
১৩ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে