বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০১৭, ০৮:২৬:০১

'বাংলাদেশের অগ্রগতিতে মাশরাফি-সাকিব বড় ভূমিকা রেখেছে'

'বাংলাদেশের অগ্রগতিতে মাশরাফি-সাকিব বড় ভূমিকা রেখেছে'

স্পোর্টস ডেস্ক: হারতে হারতে কোণঠাসা হয়ে পড়া একসময়ের বাংলাদেশ গত দুই বছরে আমূল পরিবর্তিত হয়েছে। নিয়মিত জয় আসছে তিন ফরম্যাটেই। ঘরের মাঠে টানা ৬ সিরিজ জয়ের পর দেশের বাইরেও শ্রীলঙ্কা সফরে এসেছে সাফল্য। তিন ফরম্যাটেই সিরিজ ড্র করেছে টাইগাররা। এই উন্নতির পেছনে বোর্ড থেকে শুরু করে কোচ, ক্রিকেটারসহ সকলের অবদান অনস্বীকার্য। তবে ক্রিকেটারদের মধ্যে দুজনের নাম আলাদা করেই বললেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির শুভেচ্ছা দূত হয়েছেন সুমন। ২০০৬ সালে তার নেতৃত্বেই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছিল বাংলাদেশ। ভারতে অনুৃষ্ঠিত সেই টুর্নামেন্টে তার দল কেবল জিম্বাবুয়েকে হারিয়েছিল। বাকি ২ ম্যাচে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল টাইগারদের। তবে এ অভিজ্ঞতা ২০০৭ বিশ্বকাপে সাফল্য পেতে সহায়ক হয়েছিল তা বলাই বাহুল্য। সেই বাংলাদেশ আজ সরাসরি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সুযোগ পেয়েছে। এটা নিঃসন্দেহে গৌরবের বিষয়। এই পরিবর্তনের পেছনে দুই সেরা ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসানের ভূমিকা নিয়ে কথা বললেন হাবিবুল।

তিনি বলেছেন, "আমাদের সাম্প্রতিক সাফল্যে বড় ভুমিকা রেখেছেন মাশরাফি ও সাকিব। অবশ্য ওরা ছাড়াও মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মাহমুদুল্লাহর মত অভিজ্ঞ খেলোয়াড়রাও তাদের ভুমিকা সঠিকভাবে পালন করেছেন। আমাদের বর্তমান দলটিতে অনেক তরুণ মেধাবী খেলোয়াড়ও রয়েছেন। অভিজ্ঞ ও তরুণদের সংমিশ্রনেই আমাদের বর্তমান সাফল্য। "

উল্লেখ্য, ২০০৬ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির সেই দলে ছিলেন সাকিব এবং মাশরাফি। পরের বছর তাদের কারিশমাতেই বিশ্বকাপে শক্তিশালী ভারতকে ৫ উইকেটে হারিয়ে দেয় বাংলাদেশ। ঐ ম্যাচটাকেও বাংলাদেশের বদলে যাওয়ার পেছনে বড় ক্রীড়ানক হিসেবে দেখেন বাংলাদেশের সফলতম অধিনায়কদের একজন।
১৩ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে