স্পোর্টস ডেস্ক: চলতি বছরের শুরুতে আলোচনার কেন্দ্রে ছিল ভারত-অস্ট্রেলিয়া ৪ টেস্টের সিরিজ। স্লেজিং নিয়ে দুই দলের পাল্টাপাল্টি অবস্থান; স্টিভেন স্মিথের ডিআরএস বিতর্ক নিয়ে দুই দল থেকে শুরু করে দুই দেশের বোর্ড এমনকী মিডিয়ার মাঝে তুলকালামের জন্য ব্যাপক আলোচনায় ছিল এই সিরিজ। ব্যাটে-বলেও উত্তাপ কম ছড়ায়নি। আর এই আগুন গরম সিরিজের সাক্ষী হয়েছেন ১১০ কোটি দর্শক! না, মাঠে নয়; টিভি স্ক্রিনে এত সংখ্যক মানুষ ম্যাচটি উপভোগ করেছেন।
সাদা পোশাকে ক্রিকেটের সিরিজটিতে গ্যালারিতেও ভিড় ছিল বেশ। টেস্ট খেলা মানুষ আর দেখেনা- এই ধারণার বিপক্ষে শক্ত প্রমাণ ছিল এই সিরিজ। মাঠ ও মাঠের বাইরের দ্বন্দ্বের কারণে এই সিরিজ দর্শকদের টেনেছে। কারণ আসল খেলাটা তো হয়েছে ব্যাটে-বলে। সিরিজটির টিভি সম্প্রচারের দায়িত্বে ছিল স্টার স্পোর্টস। বৃহস্পতিবার টিভি চ্যানেলটির পক্ষ থেকে ভিউয়ার্সদের এই তথ্য প্রকাশ করা হয়েছে।
এক বিবৃতিতে স্টার স্পোর্টস কর্তৃপক্ষ জানিয়েছে, "ভারত-অস্ট্রেলিয়া সিরিজ প্রত্যাশিত সাফল্য এনে দিয়েছে। বার্কের ইতিহাসে সর্বোচ্চ রেটিং প্রাপ্ত টেস্ট সিরিজ এটি। ১১০ কোটি দর্শক এই সিরিজ উপভোগ করেছে। এর মাঝে তৃতীয় টেস্ট দেখেছেন ৩৮ কোটি ৩০ লাখ দর্শক! তাই সিরিজটির জন্য 'টেস্ট অব দ্য বেস্টস' উপাধি যথার্থ। "
উল্লেখ্য, ৪ ম্যাচের টেস্ট সিরিজটি শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জিতে নিয়েছে ভারত।
১৩ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি