বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০১৭, ০৯:১২:৫০

যে কারণে মাইকেল ক্লার্কের সঙ্গে জয়া আহসান

যে কারণে মাইকেল ক্লার্কের সঙ্গে  জয়া আহসান

স্পোর্টস ডেস্ক: সম্প্রতি হয়ে গেল জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত ‘বিসর্জন’ ছবির প্রিমিয়ার। কলকাতায় প্রিমিয়ারে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্কও।

শুধু উপস্থিত থেকেই নয়, তিনি তার টুইটারে বিসর্জন ছবির জন্য জানিয়েছেন শুভ কামনাও। সঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন ক্লার্ক। যেখানে দেখা গেল ছবির পরিচালক কৌশিক গাঙ্গুলি, অভিনয়শিল্পী আবীর এবং জয়া আহসানকেও।

এর দু’দিন আগে বলিউডের বিদ্যা বালানের সঙ্গে চুটিয়ে আড্ডা দিলেন কলকাতা শহরে। আর আজ দুপুর না গড়াতেই অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্কের সঙ্গে জমিয়ে দিলেন ঢাকার জয়া! একা নন, এসময় জয়া-ক্লার্কের সঙ্গে ছিলেন পরিচালক কৌশিক গাঙ্গুলী আর অভিনেতা আবীর চ্যাটার্জিও।

আজ,বেলা ৩টার দিকে কলকাতার সংবাদ প্রতিদিনের অফিসে। জয়া, কৌশিক ও আবীরের সঙ্গে দেখা করে ক্লার্ক বেশ উচ্ছ্বসিত বটে। তা না হলে, সেটি আবার মুহূর্তেই টুইট করে জানিয়ে দিবেন কেন গোটা দুনিয়াকে? ছবিটি পোস্ট করে ক্লার্ক লিখেছেন, ‘গ্রেট টু মিট দিস ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং অ্যাকটর্স অব দ্য মুভি ৥বিসর্জন- অল দ্য বেস্ট ফর দ্য রিলিজ গাইজ!’

এ নিয়ে সন্ধ্যায় কথা হলো জয়া আহসানের সঙ্গে। তিনি তখন বলেন মাইকেল ক্লার্কের সঙ্গে আজকের আড্ডার অভিজ্ঞতা। ‘আমরা ক্লার্কের সঙ্গে আজ দুপুরে দারুণ সময় কাটিয়েছি। ওকে আমি বিসর্জন-এর গল্প শুনিয়েছি। শুনে সে খুবই এক্সাইটেড। বললো, আমি মুভিটা দেখতে চাই।’

জয়া আরও বলেন, ‘‘আমার ওপর সবাই একটা দায়িত্ম চাপিয়ে দিয়েছে তখন। বলেছে, ক্লার্ককে জোর করে মিষ্টি খাওয়াতে হবে। কারণ, সে এই খাবার খায় না। তো আমি গল্প করতে করতে তাকে মিষ্টি তুলে দিতেই গব গব করে খেয়ে ফেললো! এরপর দুই বাটি আইসক্রিম, দুই বাটি গোলাব জাম খাওয়ালাম। খেতে খেতে প্রায় ক্লান্ত ক্লার্ক বললো, ‘আমি একাই খেয়ে খেয়ে ওজন বাড়াবো! তোমাকেও খেতে হবে।’ তার সম্মানে খেলাম একটু।’’  

দম নিয়ে কলকাতা থেকে জয়া আরও বলেন, ‘আমি বাংলাদেশের মেয়ে জেনে আরও আগ্রহ পেল। ক্রিকেট জীবনের অভিজ্ঞতা থেকে আমার সঙ্গে বাংলাদেশের অনেক গল্প করলো। সত্যি বলতে দারুণ একটা সময় পার কলাম আমরা। সবশেষে ক্লার্ক আমাদেরকে স্বাক্ষর করা তার অটোবায়োগ্রাফি উপহার দিলো।’
১৩ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে