স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা সফরে উপেক্ষিত ছিলেন নাসির হোসেন। সামনেই আয়ারল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির মতো গুরুত্বপূর্ণ আসর। সেই দুটি টুর্নামেন্টের দলের জায়গা করে নেয়ার লক্ষ্যে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করার কোনো বিকল্প ছিল না নাসির হোসেনের। বৃহস্পতিবার ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে দারুণ এক সেঞ্চুরি করে বিসিবির নির্বাচকদের জবাব দিয়ে রাখলেন মিস্টার ফিনিশার। এদিন সেঞ্চুরি করে নাসির হয়ত বলতে চেয়েছে ‘আমিও পারি’।
বিকেএসপির-৩ নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে খেলতে নেমে দারুণ এক সেঞ্চুরি করেন নাসির। তার সেঞ্চুরিতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৭ উইকেটের বড় জয় পেয়েছে গাজী। নাসিরের হার না মানা সেঞ্চুরিতে মোহামেডানের করা ২২০ রান ৭৮ বল হাতে রেখেই পেরিয়ে যায় গাজী।
নাসির যখন ক্রিজে আসেন তখন ২৫ রানে ২ উইকেট হারিয়ে বেশ চাপের মুখে ছিল গাজী। তৃতীয় উইকেটে এনামুল হক বিজয়কে নিয়ে ৫৪ রানের দারুণ জুটি গড়ে দলকে চাপমুক্ত করেন এই স্টাইলিশ ব্যাটসম্যান। দলীয় ৭৯ রানের মাথায় বিজয় (৫৪) ফিরে গেলেও পারভেজ রসুলকে নিয়ে ১৪৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন গাজী গ্রুপের অধিনায়ক নাসির।নির্বাচকদের বার্তা দিলেন নাসির
'লিস্ট এ' ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি করার পথে দর্শনীয় শটস খেলেন নাসির। ১০৬ বলে ৯টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ১০৬ রান করে অপরাজিত থাকেন তিনি। দুর্দান্ত সেঞ্চুরি দিয়ে জাতীয় দলের একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা জাগিয়ে তুললেন নাসির।
তবে নির্বাচকদের নজর কাড়তে পারলেও বাংলাদেশ জাতীয় দলে জায়গা করে নেয়া নাসিরের জন্য আগের যেকোনো সময়ের চেয়েও কঠিন হবে। কেননা, তার জায়গায় দারুণ খেলছেন মোসাদ্দেক হোসেন। তাছাড়া ডিপিএলে বুধবার মাঠে নেমেই দারুণ এক সেঞ্চুরি করেছেন মোসাদ্দেকও। ফলে দারুণ পারফরম্যান্স অব্যাহত রেখে নির্বাচকদের নতুন করে ভাবনায় ফেলতে হবে নাসিরের। নতুবা দলে জায়গা পাওয়া কষ্টকরই হবে।
এর আগে বাংলাদেশের নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা সফরের আগেও দারুণ ফর্মে ছিলেন নাসির। জায়গা করে নিয়েছিলেন প্রাথমিক দলে। তবে চূড়ান্ত দলে জায়গা করে নিতে পারেননি। আগামী ১২ মে আয়ারল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে। বাংলাদেশ ও স্বাগতিকরা ছাড়া তাতে অংশ নেবে নিউজিল্যান্ড। এরপর ১ জুন থেকে ইংল্যান্ড ও ওয়েলসের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর শুরু হবে।
১৩ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি