বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০১৭, ১০:২৪:২১

‘ধারাভাষ্য কক্ষ ছেড়ে মাঠে চলে গিয়েছিলাম’

‘ধারাভাষ্য কক্ষ ছেড়ে মাঠে চলে গিয়েছিলাম’

স্পোর্টস ডেস্ক: আইসিসি ট্রফি জয়ের ২০ বছর পূরণ হলো ১৩ এপ্রিল। বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএসএ) সেই উপলক্ষে আয়োজন করেছিল ‘আইসিসি ট্রফি জয়ের ২০ বছর’ শীর্ষক এক সেমিনার। যাতে দারুণসব স্মৃতিচারণ করলেন সেই সময়কার নানা অনঙ্গনের ক্রিকেট সংশ্লিষ্টরা।

সেমিনারে ঐতিহাসিক দিনের স্মৃতিচারণ করেছেন ধারাভাষ্যকার, সাংবাদিক, কোচ সবাই। তারা বলে গেলেন, ওই সময়টি না আসলে ২০ বছর পর আজকের দিনে আসতে পারত না বাংলাদেশের ক্রিকেট।

স্মৃতির ডায়েরির পাতা উল্টিয়ে ধারাভাষ্যকার চৌধুরী জাফরুল্লাহ শারাফত বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের এখনকার সাফল্যের মূল ভিত্তি হচ্ছে আকরাম, আতাহার, নান্নুরা। তাদের হাত ধরে শুরুটা হয়েছে।’

সেই জয়ের পর নিজের আবেগকে ধরে রাখতে পারেননি আরেক ধারাভাষ্যকার শামীম আশরাফ চৌধুরী। বললেন, ‘জয়ের পর আমি ধারাভাষ্য কক্ষ ছেড়ে মাঠে চলে গিয়েছিলাম।’

ওই ম্যাচটি জিতেই বিশ্বকাপের টিকিট পেয়েছিল বাংলাদেশ। সেটি টেনে আনলেন শামীম চৌধুরী। নিজেদের আবেগ কেউ লুকিয়ে রাখেনি উল্লেখ করে বললেন, ‘বিশ্বকাপের কোয়ালিফাই ম্যাচে বৃষ্টির পর সবাই যার যার টাওয়াল, জার্সি দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছিল।’

আইসিসি জয়ী দলের সহকারী কোচ ছিলেন ওসমান। দেশিয় এই কোচ বললেন, ‘১৯৮৩/৮৪ মৌসুমে হাই-পারফরম্যান্স কোচের ট্রেনিংয়ে লন্ডনে গিয়েছিলাম। আইসিসি ট্রফিটা আমি লর্ডসে প্রথম দেখি। সেদিন ট্রফি ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলাম এই ট্রফি আমাদের লাগবে।’ এখন মরার আগে বাংলাদেশ বিশ্বচ্যাম্পিয়ন হতে পারলে আরো ভালো লাগবে বলেও জানান ওসমান।
১৩ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে