স্পোর্টস ডেস্ক: মাত্র একটি বছরের ব্যবধানেই বদলে গেল দৃশ্যপট! এবারের আইপিএল যে গতবারের আইপিএলের মত মসৃণ যাত্রার হবে না সেটা অন্তত গতকালই উপলব্ধি করার কথা মুস্তাফিজুর রহমানের।
মুস্তাফিজুর রহমান অবশ্য এব্যাপারে আপত্তি জানাতে পারেন, কারন একটি মাত্র ম্যাচ দেখেই পুরো আইপিএল সম্পর্কে আগাম বলে দেয়া যায় না। তবে ওই যে বললাম, দৃশ্যপট বদলে গেছে। গতবারের আইপিএলে কাটার মাস্টার মুস্তাফিজ ছিলেন এক বড় চমকের নাম, ছিলেন নিজের সেরা ফর্মে, প্রায় অচেনা এক তরুন প্রথম আইপিএলেই আবির্ভূত হয়েছিলেন এক সারপ্রাইজ প্যাকেজ হিসাবে।
সময়ের হিসেবে কেটে গেছে একটি বছর,এরমধ্যে ইনজুরিতে পড়েছেন বহুবার, তার বোলিং নিয়ে বিপক্ষ টিমের কাঁটাছেড়াও কম হয়নি, তার থেকে বড় কথা হারিয়েছেন সেই চেনা ছন্দ।
মুস্তাফিজ যে আর সেই সারপ্রাইজ প্যাকেজ নন, সেটা বোঝা গেল গতকাল সানরাইজার্স হায়দ্রাবাদ এবং মুম্বাই ইন্ডিয়ানস এর মধ্যকার খেলার মাধ্যমে। মুম্বাইয়ের বিপক্ষে এ'দিন মাঠে নামেন এই মৌসুমে নিজের প্রথম ম্যাচ খেলা মুস্তাফিজ।
আরেকটা মুস্তাফিজ স্পেশাল দেখার আশায় টেলিভিশনের সামনে উন্মুখ হয়ে থাকেন তার ভক্তকুল। কিন্তু এদিন খুঁজেই পাওয়া যায়নি সেই চেনা মুস্তাফিজকে। বরং তার কাটার, স্লোয়ার বলগুলো ব্যাটসম্যানরা খেলেছেন অসাধারন স্বচ্ছন্দে। মুস্তাফিজের করা প্রথম বলটাই শুন্যে ভাসিয়ে সীমানা ছাড়া করেন নিতিশ রানা।
প্রথম বলেই এমন কাউন্টার পাঞ্চের পর আর ফিরে আসতে পারেননি মুস্তাফিজ। প্রথম ওভারেই দিয়ে বসেন ১৯ রান! ম্যাচ শেষে তার বোলিং ফিগার ছিল ২.৪ ওভারে ৩৪ রান দিয়ে উইকেটশূন্য। মজার ব্যাপার হল গত আইপিএল মৌসুমের কোন ম্যাচেই তিনি এক ওভারে ১৪ রানের বেশি দেননি।
তবে কি ফুরিয়ে গেলেন মুস্তাফিজ! হয়তো ফুরিয়ে যাননি, কিন্তু হারিয়েছেন গতবারের চমক। মুস্তাফিজ এখন কোন নবাগত চমকে দেয়া বোলার নন, প্রতিপক্ষের ভিডিও বিশ্লেষণে অনেকটাই খোলামেলা এই মুস্তাফিজ।
ভুল করার জায়গাটা এখন অনেক কম। বোলিং এর ধার না বাড়ালে বিশ্বের সর্বোচ্চ পর্যায়ের এই লীগে যে এবার তুলোধুনা হতে হবে বারবার সেটা মুস্তাফিজের বুঝে যাবার কথা কতকাল রাতেই।
সানরাইজার্স হায়দ্রাবাদের পরের ম্যাচ শনিবার, কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ইডেন গার্ডেনে। মুস্তাফিজের এই পারফরমান্সের পর তাকে সেই ম্যাচের একাদশে না দেখলে অবাক হবার কিছু নেই। তবে, ফিরতে পারেন সাকিব আল হাসান।-খেলাধুলা
১৩ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস