স্পোর্টস ডেস্ক: আইপিএলের দশম আসরের ১১তম ম্যাচে আজ কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স। ম্যাচটিতে টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৭০ রান তুলেছে পাঞ্জাব। জয়ের জন্য কেকেআরের সামনে ১৭১ রানের টার্গেট দিয়েছে প্রীতির পাঞ্জাব দল।
পাঞ্জাবকে শুভসূচনা এনে দেন দুই ওপেনার মানান ভোহরা ও হাশিম আমলা। ৫৩ রানের মাথায় ভাঙে এই জুটি। ভোহরা করেছেন ২৮ রান। এটি সর্বোচ্চ রানের স্কোর। সমসংখ্যক রান এসেছে ডেভিড মিলারের ব্যাট থেকেও।
সমান ২৫ রান করেছেন তিনজন ব্যাটসম্যান; হাশিম আমলা, অধিনায়ক ম্যাক্সওয়েল ও ঋদ্ধিমান সাহা। বাকিরা দুই অঙ্ক ছুঁতে পারেননি। তারপরও ১৭০ রানের বড় সংগ্রহ পেয়েছে প্রীতি জিনতার পাঞ্জাব।
৪ ওভারে ৩৩ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন উমেশ যাদব। ক্রিস ওকস নিয়েছেন দুটি উইকেট। আর একটি করে উইকেট নিয়েছেন পিযুষ চাওলা, কলিন ডি গ্র্যান্ডহোম ও সুনিল নারিন।
প্রসঙ্গত, কেকেআরের একাদশে আজও নেই সাকিব আল হাসান। ক্রিস লিন ইনজুরির কারণে দলের বাইরে রয়েছেন। তার পরিবর্তে বিদেশি খেলোয়াড় হিসেবে একাদশে জায়গা পেয়েছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম।
কেকেআরের একাদশ : গৌতম গম্ভীর (অধিনায়ক), মানীশ পান্ডে, রবিন উথাপ্পা, ইউসুফ পাঠান, সূর্যকুমার যাদব, কলিন ডি গ্র্যান্ডহোম, ক্রিস ওকস, সুনিল নারিন, পিযুষ চাওলা, ট্রেন্ট বোল্ট ও উমেশ যাদব।
পাঞ্জাবের একাদশ : গ্লেন ম্যাক্সওয়েল (অধিনায়ক), হাশিম আমলা, মানান ভোহরা, ডেভিড মিলার, অক্ষর প্যাটেল, মারকাস স্টইনিজ, ইশান্ত শর্মা, মোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা, সন্দীপ শর্মা ও বরুণ অ্যারন।
১৩ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি