স্পোর্টস ডেস্ক: ‘ওয়ানডে ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনি চ্যাম্পিয়ন ক্রিকেটার। তবে খুব ভালো টি-টোয়েন্টি ক্রিকেটার কি না, এ নিয়ে আমি ঠিক নিশ্চিত নই। ’ সম্প্রতি এক সাক্ষাৎকারে এভাবে ধোনির যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
তিনি আরও বলেন, দশ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে (জাতীয় দল) তার মাত্র একটা হাফ সেঞ্চুরি রয়েছে। যেটা খুব একটা ভালো রেকর্ড নয় বলেই মনে হয়। ’ আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে ধোনির সুযোগ পাওয়া উচিৎ কি না, সেই প্রশ্নের জবাবে সৌরভ বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফির জন্য আমি ধোনিকে নেব ঠিকই, কিন্তু ওকে রান করতে হবে। ’
এমন বিতর্কের পর ধোনির স্ত্রী সাক্ষীও। প্রথমে তিনি ধোনির চেন্নাই সুপার কিংসের হেলমেট পরে ছবি দিয়েছিলেন। তারপর আবার একটি ছবি পোস্ট করেন, যেখানে লিখেছেন, ‘যখন একটা পাখি বেঁচে থাকে, তখন সে পিপড়ে খায়। আর পাখি মরে গেলে পিপড়ে পাখিটা খায়। ’
তিনি টুইটে আরও লেখেন, ‘সময় এবং পরিস্থিতি যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে। কাউকে আঘাত করা উচিৎ নয়। আপনি আজ হয়তো ক্ষমতাবান, কিন্তু মনে রাখবেন, সময় আপনার চেয়েও ক্ষমতাশালী। ’ ধারণা করা হচ্ছে, ধোনির সমালোচকদের উদ্দেশেই সাক্ষীর এই বার্তা।
১৩ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি