স্পোর্টস ডেস্ক: শুরু থেকেই জমে উঠেছে দেশের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। আজ বিকেএসপিতে প্রাইম ব্যাংকের বিপক্ষে মাঠে নামে কলাবাগানের ক্রীড়াচক্র। জাতীয় দলে একপ্রকার উপেক্ষিত থাকা পেসার রুবেল হোসেন প্রথম ম্যাচেই জানান দেন নিজেকে। তুলে নেন ৬ উইকেট! তার বোলিং তোপে ম্যাচ ফিক্সিংয়ের নিষেধাজ্ঞা কাটিয়ে মোহাম্মদ আশরাফুলের ঘরোয়া ক্রিকেটে ফেরাটা স্মরণীয় হলোনা।
এদিন কলাবাগান ক্রীড়াচক্রের হয়ে ওপেন করতে নামেন আশরাফুল। কিন্তু যমদূত হয়ে হাজির হন রুবেল হোসেন। তার বলে মাত্র ৬ রান করেই বোল্ড হয়ে যান ৩২ বছর বয়সী সাবেক এই 'লিটল মাস্টার'। কলাবাগানকে একাই ধসিয়ে দিয়েছেন রুবেল। ৮.২ ওভার বল করে ২টি মেডেনসহ ২১ রানে তুলে নিয়েছেন ৬ উইকেট। ৪৬.২ ওভারে ১৮৪ রানেই গুটিয়ে গেছে কলাবাগান। হ্যামিল্টন মাসাকাদজা (৩৮) ও তুষার ইমরান (৪৭) রান করেছেন। এ দুটি উইকেট তুলে নিয়েছেন আবার জাতীয় দলের হার্ডহিটিং ওপেনার সৌম্য সরকার।
বিকেএসপির আরেক মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মোহামেডান ৮ উইকেটে করেছে ২২০ রান। ৭৮ রানে ৪ উইকেট হারানো মোহামেডানকে টেনে তুলেছে আসলে পঞ্চম উইকেটে রহমত শাহ-মেহেদী হাসান মিরাজের ১১৮ রানের জুটি। সহজ-কঠিন মিলিয়ে গোটা ছয়েক সুযোগ পাওয়া রহমত রানআউটে কাটা পড়ার আগে করেছেন ৭৮ রান। চাপের মুখে দারুণ খেলে মেহেদী হাসান মিরাজ করেছেন ৫২ রান।
১৪ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস