শুক্রবার, ১৪ এপ্রিল, ২০১৭, ০১:২০:৪২

এই পর্যন্ত আইপিএলের সর্বোচ্চ ছক্কার মালিক যারা

এই পর্যন্ত আইপিএলের সর্বোচ্চ ছক্কার মালিক যারা

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) আসরে প্রতিবারই ছক্কার বন্যা দেখা যায়।  ২০০৮ সালে আইপিএলে প্রথম আসরে ছয় হয়েছিল ৬২২ টি।  আর পুরো টুর্নামেন্টে সবচেয়ে বেশি ৩১ টি ছক্কা হাঁকিয়েছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলা ‘মাতারা হ্যারিকেন’ সনাথ জয়সুরিয়া।

এরপর ২০০৯ সালে দক্ষিন আফ্রিকায় অনুষ্ঠিত হওয়া আইপিএলের দ্বিতীয় আসরে ছয় হয়েছিল ৫০৬ টি।  আর পুরো টুর্নামেন্টে সবচেয়ে বেশি ২৯ টি ছক্কা হাঁকিয়েছিলেন ডেকান চার্জাস হায়দ্রাবাদের হয়ে অধিনায়কত্ব করা অজি উইকেটকিপার এডাম গিলক্রিস্ট।

২০১০ সালে পুনরায় ভারতে ফেরা আইপিএলের তৃতীয় আসরে ছয় হয়েছিল ৫৮৫ টি।  আর পুরো টুর্নামেন্টে সবচেয়ে বেশি ২৭ টি ছক্কা হাঁকিয়েছিলেন রয়াল চ্যালেঞ্জারস বেঙ্গালুরুর হয়ে খেলা ভারতীয় উইকেটকিপার রবিন উথাপ্পা।

তারপর ২০১১ সালে আইপিএলে চতুর্থ আসরে ছয় হয়েছিল ৬৩৯ টি।  আর পুরো টুর্নামেন্টে সবচেয়ে বেশি ৪৪ টি ছক্কা হাঁকিয়েছিলেন রয়াল চ্যালেঞ্জারস বেঙ্গালুরুর হয়ে খেলা ওয়েস্ট ইন্ডিয়ান দানব ক্রিস্টোফার গেইল।

২০১২ সালে আইপিএলে পঞ্চম আসরে ছয় হয়েছিল ৭৩২ টি।  আর এবারো পুরো টুর্নামেন্টে সবচেয়ে বেশি ৫৯ টি ছক্কা হাঁকিয়েছিলেন রয়াল চ্যালেঞ্জারস বেঙ্গালুরুর হয়ে খেলা ওয়েস্ট ইন্ডিয়ান দানব ক্রিস্টোফার গেইল।

২০১৩ সালে আইপিএলে ষষ্ঠ আসরে ছয় হয়েছিল ৬৭৪ টি।  আর যথারীতি এবারো পুরো টুর্নামেন্টে সবচেয়ে বেশি ৫১ টি ছক্কা হাঁকিয়েছিলেন বেঙ্গালুরুর ক্রিস্টোফার গেইল।

২০১৪ সালে আইপিএলে সপ্তম আসরে ছয় হয়েছিল ৭১৪ টি।  আর পুরো টুর্নামেন্টে সবচেয়ে বেশি ৩৬ টি ছক্কা হাঁকিয়েছিলেন কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলা অজি তারকা ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল।

২০১৫ সালে আইপিএলের অষ্টম আসরে ছয় হয়েছিল ৬৯২ টি।  আর পুরো টুর্নামেন্টে সবচেয়ে বেশি ৩৮ টি ছক্কা হাঁকিয়েছিলেন রয়াল চ্যালেঞ্জারস বেঙ্গালুরুর হয়ে খেলা ওয়েস্ট ইন্ডিয়ান দানব ক্রিস্টোফার গেইল।  এই নিয়ে চারবার আইপিএলে এক মৌসুমে সবচেয়ে বেশি ছয় হাঁকানোর রেকর্ড করেন।

২০১৬ সালে আইপিএলে নবম আসরে ছয় হয়েছিল ৬৩৮ টি।  আর পুরো টুর্নামেন্টে সবচেয়ে বেশি ৩৮ টি ছক্কা হাঁকিয়েছিলেন রয়াল চ্যালেঞ্জারস বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি।  উল্লেখ্য, ২০১৭ সালে আইপিএলের দশম আসরে এখন পর্যন্ত ছয় হয়েছে ১৪১ টি।
১৪ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে