শুক্রবার, ১৪ এপ্রিল, ২০১৭, ০৯:০৭:৪২

স্ট্রাইক বদল না করে ব্যার্টিং করলেন ওয়ার্নার

স্ট্রাইক বদল না করে ব্যার্টিং করলেন ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক: খেলা চালিয়ে গেছেন সানরাইজার্স হায়দারাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ফিল্ড আম্পায়াররা তো বিষয়টা ধরতেই পারেননি, এমনকি টিভি আম্পায়ারও বিষয়টি ধরতে ব্যর্থ হন।

বুধবার রাতে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স ও হায়দরাবাদের মধ্যকার ম্যাচে এমন ঘটনা ঘটে। এদিন টস হেরে আগে ব্যাট করতে নামে গত আসরের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদ। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৮ রান করেছিল সফরকারীরা।

ম্যাচে আম্পায়ারদের অন্যমনস্কতার সুযোগে স্ট্রাইক বদল না করে দু’বার ব্যাট করেছেন ওয়ার্নার।  ষষ্ঠ ওভারে বুমরার শেষ বলে ছয় মারেন তিনি।  কিন্তু স্ট্রাইক না বদলে ম্যাকলেনাঘানের পরের ওভারে ফের তিনিই স্ট্রাইক নেন।  যা খেয়ালই করেননি দুই আম্পায়ার সি কে নন্দন এবং নীতিন মেনন! বিষয়টি খেয়াল করেননি টিভি আম্পায়ার ওয়াই সি বার্দেও।

অবশ্য ম্যাচটি ৪ উইকেটে জিতেছে মুম্বাই। এদিন বল হাতে ব্যর্থ হন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান।  ২ দশমিক ৪ ওভারে ৩৪ রান দেন মোস্তাফিজ।  কোনো উইকেটের দেখা পাননি এ বামহাতি পেসার।
১৪ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে