স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি ক্রিকেট থেকে মাশরাফি বিন মুর্তজার অবসরের খবর শুনে বসে থাকতে পারেনি দেশের ক্রিকেট পাগল জনতা। বিশেষ করে নিজ শহর নড়াইলে ম্যাশকে ফেরাতে দিনের পর দিন চলে মানববন্ধন।
মাশরাফি নড়াইলে আসছেন, এমন খবরে জনসমুদ্রে পরিণত হয়েছে গোটা অঞ্চল। যেখানে তাঁর হেলিকপ্টার অবতরণ করবে সেখানটায় তিল ধারণেরও ঠাঁই নেই। চারদিকে যতদূর চোখ যায় কেবল মানুষ আর মানুষ। দারুণ আতিথেয়তায় মহানায়ককে বরণ করে নেয় নড়াইলবাসী।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে ক্রিকেটের এই ফরম্যাটকে বিদায় বলে দেন মাশরাফি বিন মুর্তজা। ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টির জার্সি গায়ে জড়ান মাশরাফি। এরপর থেকে ৫৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। বল হাতে শিকার করেছেন ৪২টি উইকেট।
ব্যাট হাতে ৩৯ ইনিংসে করেছেন ৩৭৭ রান। অপরাজিত ছিলেন ১১ বার। টি-টোয়েন্টিতে রেকর্ড ২৮টি ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি। তাঁর নেতৃত্বতে লাল-সবুজের দেশটি জিতেছে ১০টি ম্যাচ। যেটা অধিনায়ক হিসেবে কোনো বাংলাদেশির সর্বোচ্চ সাফল্য।
১৪ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর