স্পোর্টস ডেস্ক: কয়েক দিনের ছুটি পেয়েছেন টাইগাররা। তবে পুরো ব্যস্ত হয়ে যাচ্ছেন। আগামী মে মাসে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও জুনে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেবে বাংলাদেশ ক্রিকেট দল। এই টুর্নামেন্ট দুটিকে সামনে রেখে ইংল্যান্ডের সাসেক্সে ট্রেনিং ক্যাম্প চলাকালে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। ৩ মে স্থানীয় দল ডিউক অফ নর্থওক-এর মুখোমুখি হবে সফরকারী বাংলাদেশ। ৫ই মে পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ ঐতিহ্যবাহী সাসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব।
বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান এ কথা জানান। তিনি বলেন, ‘আমরা আয়ারল্যান্ড যাওয়ার আগে ইংল্যান্ডে কিছুদিন প্রস্তুতি নেব। তারপর সেখান থেকে আয়ারল্যান্ড যাব। সেখানে ত্রি-দেশীয় সিরিজ খেলব। তারপর ত্রিদেশীয় সিরিজ শেষে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে আবার ইংল্যান্ডে ফিরবো।’
অলরাউন্ডার সাকিব আল হাসান ও পেসার মোস্তাফিজুর রহমান আইপিএল খেলতে বর্তমানে ভারতে রয়েছেন। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব ও কাটার মাস্টার মোস্তাফিজুর ক্যাম্পের শেষদিকে দলের সাথে যোগ দেবে বলে জানান আকরাম খান।
প্রস্তুতি ক্যাম্পকে সামনে রেখে আগামী ২৬ এপ্রিল ইংল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ দল। এর আগে তারা ঢাকা প্রিমিয়ার লীগ-এর কিছু ম্যাচ খেলবে।
১২ই মে আয়ারল্যান্ডে নিউজিল্যান্ড ও টাইগারদের নিয়ে শুরু হবে ত্রি-দেশীয় সিরিজ। প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। ডাবল লীগ পদ্ধতির এ টুর্নামেন্টে নেই কোন ফাইনাল। টেবিল টপ দল জিতবে শিরোপা।
১৪ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর