স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বাজিমাত, অন্যদিকে এর আগে বিশ্বকাপ জয়ী দল পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের জন্য দু:সংবাদ। ২০১৯ সালের বিশ্বকাপে সরাসরি খেলবে টাইগাররা। তবে ২০১৯ বিশ্বকাপে সরাসরি মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।
বিশ্বকাপে সরাসরি সুযোগ পাওয়ার জন্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে জয় প্রয়োজন ছিল পাকিস্তানের।
উইন্ডিজদের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে তারা। তাই তাদের জন্য বিশ্বকাপে সরাসরি খেলতে তা যথেষ্ট নয়। সিরিজ শেষে ৯০ রেটিং পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছে পাকিস্তান। ৮৩ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের অবস্থা নয় নম্বরে। ২০১৮ সালে অনুষ্ঠিত বাছাইপর্বে তাই খেলতে হবে দু’দলকেই।
উল্লেখ্য, চলতি বছরে ১ মে পর্যন্ত ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক থেকে সাতে যে দলগুলো থাকবে তারাই সরাসরি টিকিট পাবে আগামী বিশ্বকাপের। ১ মে এর পূর্বে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের কোনো আন্তর্জাতিক ওয়ানডে নেই। তাই নিশ্চিত ভাবেই বলা যায় তাদের বিশ্বকাপে সরাসরি খেলা অনিশ্চিত।
১৪ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর