স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বলটি করেছিলেন টাইগার পেসার গোলাম নওশের প্রিন্স। বাংলাদেশের প্রথম গতি তারকাও তিনি। বামহাতি এই মিডিমায় পেসার ক্রিকেট ছেড়েছেন ৯০ এর গোড়ায়।
তারপর কিছুদিন ছিলেন বাংলাদেশ দলের নির্বাচকের ভূমিকায়। বর্তমানে ক্রিকেট ছেড়ে, স্থায়ী আবাস গড়েছেন যুক্তরাষ্ট্রে। সম্প্রতি দেশে এসেছিলেন এই সাবেক টাইগার ক্রিকেটার।
ক সাক্ষাৎকারে কথা বলেছেন বাংলাদেশ দলের বর্তমান পরিস্থিতি নিয়ে। প্রিন্স জানান, ওয়ানডে দলে কয়েকজন বিশ্বমানের পেস বোলার থাকলেও তিনি মনে করেন টেস্ট ক্রিকেটে আরও ভালো মানের ফাস্ট বোলার দরকার।
তিনি পরামর্শ দিয়েছেন টাইগার পেসারদের দেখভাল করার। প্রিন্স জানান, “সব কিছুই ভালো মনে হয়। আলটিমেট রেজাল্ট হল সাফল্য। আপনি যদি সাফল্য পান, তার মানে সব ডিপার্টমেন্টেই কাজ হচ্ছে।
টেস্টে আরেকটু ভালোমানের ফাস্ট বোলার দরকার। উন্নতির জন্য হয়ত টিপস দরকার, কীভাবে একজন ফাস্ট বোলারের বোলিং করতে হয়। এসব দেখভাল করা দরকার। ”
টাইগারদের কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমানের বোলিংয়ের প্রশংসা করে গোলাম নোওশের বলেন, “সে অসাধারণ বোলিং করছে। উইকেট পাচ্ছে। সবই ঠিক আছে। আমি শুধু একটু বলে দেই, বাঁহাতি পেসারদের ন্যাচারাল ইনসুইং থাকে। মোস্তাফিজের অনেক কিছুই আছে। কাটারের সঙ্গে ইনসুইং ট্রাই করলে ও সব ফরম্যাটেই সফল বোলার হবে। খুবই ভালো করবে। ওর বল খেলাই কঠিন হয়ে যাবে। ”
টাইগার পেসারদের যত্ন নেয়ারও পরামর্শ দিয়েছেন এই সাবেক নির্বাচক। এই প্রসঙ্গে তিনি বলেন, “যে পেস বোলার টিমে আসছে দয়া করে দেশের হয়ে লম্বা সময় ধরে খেলার জন্য যেন নিজেকে একটু টেককেয়ার করে। তাহলে আমরা আরও বেটার সার্ভিস পাব। আমাদের ভালো ফাস্ট বোলার আছে; কিন্তু ইনজুরিতে পড়ে যাচ্ছে। ঠিকঠাক যত্ন নিলে হয়ত ইনজুরি প্রবণতা কমে আসবে। নিজের দায়িত্বই এখানে বড়।
১৪ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর