স্পোর্টস ডেস্ক: মন খারাপ তিলোত্তমার! কিন্তু কেন? কলকাতায় নাইট রাইডার্সের ম্যাচ। ইডেনে দাপিয়ে বেড়াচ্ছেন গৌতম গম্ভীর, ম্যাক্সওয়েল, হাসিম আমলারা। যদিও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব গতকাল কলকাতার একাদশে ছিলেন না। বাংলার মেয়ে মোনালি ঠাকুরের মন ছুঁয়ে যাওয়া গান, বলিউডের শ্রদ্ধা কপূরের গ্যালারিতে ঝড় তোলা পারফরম্যান্স— তারপরও কেন মুখ ভার ইডেনে উপস্থিত দর্শকদের?
আসলে বলিউড বাদশা কিংগ খানের অনুপস্থিতি মন খারাপের কারণ। চলতি আইপিএলে বৃহস্পতিবার ইডেনে ছিল কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ। কলকাতা আশা করেছিল ইডেনে শাহরুখ খানের উপস্থিতি। কিন্তু তিনি এলেন না। তাই হয়তো ইডেনে ঢোকার আগে নাইট সমর্থকদের কথায় আফশোস।
তাঁরা বলছিলেন, ‘‘শাহরুখ না আসলে আর খেলা দেখার মজা থাকে না। শাহরুখ আসবে, নাইট জিতবে। আর ম্যাচের পর কিংগ খান নাচবেন, তবেই তো ষোলকলা পূর্ণ।’’ এলেন না বলিউডের ‘কিউট বাবলি গার্ল’ প্রীতি জিন্টাও। তবে টুইটারে নিজের টিমকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। টলিউডের তারকাদেরও এদিন দেখা মিলল না।
বৃহস্পতিবারের ইডেন যেন পুরোপুরি রঙিন হয়ে উঠতে পারল না। মোনালি ঠাকুরের ‘তু নে মারি এন্ট্রিয়া, দিলমে বাজি ঘণ্টিয়া...’ বা শ্রদ্ধা কপূরের মেদহীন কোমরের ঠুমকায় কিছুটা হলেও দুধের স্বাদ ঘোলে মিটল। সঙ্গে পাওনা ইডেনের প্রায় হাজার ষাট সমর্থকের শব্দব্রহ্ম। নাইট রাইডার্সকে উদ্বুদ্ধ করতে গ্যালারি উপচে পড়া সমর্থকদের উচ্ছ্বাস আর মোবাইলের টর্চের আলোয় বৃহস্পতিবার ইডেনে শেষপর্যন্ত অকাল দীপাবলি!
১৪ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি