স্পোর্টস ডেস্ক: আইসিসির অ্যান্টি-ডোপিং আইনে অভিযুক্ত হলেন আফগানিস্তানের ক্রিকেটার মোহাম্মদ শাহজাদ। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার তরফে জানানো হয়েছে, আফগান উইকেটরক্ষক-ব্যাটসম্যানের বিরুদ্ধে অ্যান্টি ডোপিং কোড লঙ্ঘন করার অভিযোগ উঠেছে।
জানা গিয়েছে, গত ১৭ জানুয়ারি, মুত্রের যে নমুনা শাহজাদ দিয়েছিলেন, তা পরীক্ষার জন্য ওয়াডা-স্বীকৃত ল্যাবে পাঠানো হয়েছিল। আইসিসি জানিয়েছে, নমুনায় নিষিদ্ধ ‘ক্লেনব্যুটেরল’ মিলেছে।
আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, সংস্থার কঠোর ডোপ-বিরোধী আইনের আওতায় ক্রিকেটারকে প্রাথমিকভাবে নিষিদ্ধ করা হয়েছে। আগামী ২৬ এপ্রিল থেকে তা কার্যকর হবে।
আইসিসির নিয়ম অনুযায়ী, সাসপেনসন কার্যকর হওয়ার পাঁচদিনের মধ্যে শাহজাদ দাবি করতে পারবেন তাঁর ‘বি’ স্যাম্পল পরীক্ষা করার জন্য।
আবার ১২ দিনের মধ্যে এই নিষেজ্ঞার বিরুদ্ধে আবেদন করতে পারবেন শাহজাদ। সেক্ষেত্রে, যতদিন তাঁর বিচার প্রক্রিয়া শেষ না হচ্ছে, ততদিন এই সাসপেনসন মুলতুবি রাখার নির্দেশ দিতে পারে ট্রাইব্যুনাল।
১৪ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি