শুক্রবার, ১৪ এপ্রিল, ২০১৭, ০৬:৩৮:৫৫

‘আইসিসিতে সুষম বন্টন জরুরী, কিন্তু ভারতের ভাগ ছিনিয়ে নয়’

‘আইসিসিতে সুষম বন্টন জরুরী, কিন্তু ভারতের ভাগ ছিনিয়ে নয়’

স্পোর্টস ডেস্ক: অর্থনৈতিক অবকাঠামোগত দিক থেকে আইসিসি বড় পরিবতর্নের আভাস দেয়ায় আর্থিক ক্ষতির শঙ্কা করছে বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ভারতের আয় কমে যাওয়ার প্রভাব বাংলাদেশের ক্রিকেটেও পড়বে। এমন আশঙ্কা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের।

সেই আশঙ্কা থেকেই গত বুধবার দিল্লি সফরে যান পাপন। সেখানে তিনি স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘আইসিসিরি সুসমন বন্টন নীতিকে আমি বিশ্বাস করি, সেটা জরুরীও। কিন্তু তার মানে এই নয় যে, আরেকজনের ভাগ ছিনিয়ে নিতে হবে। আমরা এমনটা চাই না।’

আইসিসিরি নতুন বন্টন নীতি বাস্তবায়ন হলে বিসিসিআই আগের চেয়ে কিছু কম পাবে। তবে  যা পাবে সেটাও ভারতীয় ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ আয় হবে। ভারতের ধারণা ৪০ কোটি ডলার আয়ের। নতুন বণ্টন নীতি হলে ভারত পাবে ২৯ কোটি ডলার। একারণেই দুশ্চিন্তায় বিসিসিআই।

এনিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘বিসিসিআইয়ের দুর্বল হওয়া মানে, বাংলাদেশেরও ‍দুর্বল হওয়া। সকলে মিলে একটি গ্রহণযোগ্য মাধ্যম পথ খোঁজার চেষ্টা করছি। আমরা কেউ চাই না, কোনো সদস্যদেশ ক্ষতিগ্রস্ত হোক। বিশেষ করে ভারত, যারা আমাদের সব সময়ে সহযোগীতা করেছে।’
১৪ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে