স্পোর্টস ডেস্ক: চলতি বছরেই ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ ‘এ’ দলের। কিন্তু জানা গেল সফরটিতে কোন এক কারণে যাওয়া হচ্ছেনা টাইগারদের।
তবে বাংলাদেশে আসতে পারে দক্ষিণ আফ্রিকা অথবা ইংল্যান্ড ক্রিকেট দল? এমনটি আভাষ পাওয়া গেছে বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানের কথার সুরে।
সফরটি না হওয়ায় চলতি ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শেষে এই দুই দেশের কোন একটিকে বাংলাদেশে আসার আমন্ত্রন জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনটাই জানিয়েছেন বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।
বিগত এক বছর ধরে এ দলের কোন খেলা মাঠে গড়ায় নি। সেকারণেই জাতীয় দলের বাইরে থাকা খেলোয়াড়দের সুযোগ করে দিতে একটি সিরিজ আয়োজনের কথা ভাবছে বিসিবি বলেও জানান সাবেক এই অধিনায়ক।
এছাড়াও তিনি আরও জানান মৌসুমের কোন এক ফাকে এই সিরিজ আয়োজন করবে তারা। আর তাদের কাছ থেকে গ্রিন সিগনাল পেলেই সিরিজটি মাঠে গড়াবে।
তিনি বলেন, ‘সাধারণত আমরা প্ল্যানটা অফ সিজনে করে থাকি। যদি তাদের কাছ থেকে এখন কোন নিশ্চয়তা পাইনি আমরা। হয়তো এখান থেকে দল যাবে নাহলে তারা আসবে। এক মাসের মধ্যেই সব নিশ্চিত ভাবে জানা যাবে। ’
১৪ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি