শুক্রবার, ১৪ এপ্রিল, ২০১৭, ০৭:৩১:২৭

‘মুস্তাফিজকে এক ম্যাচ দিয়ে বিচার করা যাবে না’

‘মুস্তাফিজকে এক ম্যাচ দিয়ে বিচার করা যাবে না’

স্পোর্টস ডেস্ক: গত আসরে মোস্তাফিজের কারণেই শিরোপা ঘরে তুলেছিল সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু এবছর তিনি কেমন কি করতে পারবেন তা নিয়ে সংশয় প্রকাশ করছেন কেউ কেউ।এই মোস্তাফিজের মধ্যে অনেকেই আগের সেই মোস্তাফিজকে দেখতে পাচ্ছেন না। আইপিএলে এবারও শুরুটাও হয়েছে বাজে, ২.৪ ওভারে ৩৪ রান দিয়ে। ম্যাচের সবচেয়ে ব্যয়বহুল বোলার ছিলেন তিনি। কাটার বয়ের এমন বোলিংয়ে অনেকেই হতাশ এবং চিন্তিত। তবে মোস্তাফিজের বোলিং সামার্থ্য নিয়ে পুরোপুরি নির্ভার বিসিবির সাবেক পরিচালক ও ক্রিকেট বিশ্লেষক খন্দকার জামিল উদ্দিন। মোস্তাফিজকে নিয়ে এমন প্রশ্নে বরং বিরক্তই তিনি।

খন্দকার জামিল বলেন,‘ এসব ওঠাই উচিৎ নয় এই মুহূর্তে।ঠু আর্লি। মোস্তোফিজ তো মাত্র একটা ম্যাচই খেললো, তাই না? জার্নি করে গিয়েই ম্যাচটা খেলতে নেমেছে। হ্যাঁ, ঐ ম্যাচে সে ভালো করেনি। এটা হতেই পারে। ওখানকার কন্ডিশন হয়তো তার অনুকূলে ছিল না। একজন তো সব ম্যাচেই ভালো করবে না। সবে এক ম্যাচ খেললো।এখনও অনেক ম্যাচ পড়ে আছে। মোস্তাফিজ নিশ্চয়ই জ্বলে উঠবে। হয়তো সামনের ম্যাচেই।’

টানা তিন ম্যাচে একাদশে নেই সাকিব। এ নিয়ে নাইট অধিনায়ক গৌতম গম্ভীরের উপর ক্ষুব্ধ সাকিব সমর্থকরা। ফেসবুকে গম্ভীরের মণ্ডপাত করছেন তারা। কিন্তু এটাকে বাড়াবাড়ি বলছেন খন্দকার জামিল। সাকিবের একাদশে না থাকা নিয়েও আপাতত নির্ভার তিনি। বললেন,‘ কলকাতার প্রথম ম্যাচের দিন সাকিব ভারত গেছে। ঐ ম্যাচে তো খেলার প্রশ্নই ছিল না। সেই হিসেবে দুই ম্যাচ ধরতে হবে। সাকিব কেন একাদশে নেই, এটা ম্যানেজমেন্টই ভালো বলতে পারবে। হয়তো কম্বিনেশনের কারণে জায়গা হায়নি। আমরা জানি, এক ম্যাচে চারজনের বেশি বিদেশি খেলোয়াড় একাদশে থাকার সুযোগ নেই। হয়তো এ কারণে তার জায়গা হচ্ছে না। কন্ডিশনের কারণে হতে পারে। পারফরম্যান্সও বড় ফ্যাক্টর। টিম ম্যানেজমেন্ট তো সব খবরই রাখে। তাছাড়া সাকিবের মুল প্রতিদ্বন্দ্বী হলেন সুনীল নারাইন। সে ভালো বল করে। শেষ দিকে ধামধাড়াক্কা রানও করে দিতে পারে।’

তবে সামনেই সাকিবকে একাদশে দেখা যাবে বলে আশা করছেন খন্দকার জামিল। বলেছেন,‘ ব্যাপারটা এমন নয় যে, সাকিব চার পাঁচ ম্যাচে নেই। কেবলই তো একটা হোম অ্যান্ড অ্যাওয়ে পর্ব শেষ করলো কলকাতা নাইট রাইডার্স। অসংখ্য ম্যাচ পড়ে আছে। কন্ডিশন বুঝে নিশ্চয়ই সাকিবকে একাদশে নেওয়া হবে সামনে। আসলে ক্রিকেটীয় পরিভাষায় সাকিব মোস্তাফিজকে নিয়ে এখনই কিছু বলার সময় আসেনি। সবেই তো তারা ওখানে গেল।’-ঢাকা টাইমস
১৪ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে