স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কা সফর চলার সময় টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন মাশরাফি।তার এ হঠাৎ অবসর নিয়ে উঠে অনেক প্রশ্ন।অনেকেই বিসিবিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। তবে বিসিবি যেটা করেছে সেটা মাশরাফির ভালোর জন্যই করেছে বলে মনে করেন সা্বেক জাতীয় দলের ফাস্ট বোলার জাহাঙ্গীল শাহ বাদশা। মাশরাফির অবসরের সিদ্ধান্তকে যথার্থ বলছেন তিনি।
মাশরাফি টি-টোয়েন্টি বিদায় না নিলে শারীরিকভাবে মারাত্মক ঝুকিতে পড়ে যেতেন বলে মনে করছেন জাহাঙ্গীর শাহ বাদশা। তিনি বলেন,‘ ব্যক্তিগতভাবে আমিও মাশরাফিকে খুব শ্রদ্ধা করি। তিনি শ্রদ্ধা পাওয়ার মতোই ব্যক্তি। তিনি দেশের জন্য, দলের জন্য যেভাবে জানপ্রাণ দিয়ে খেলেন তার তুলনা চলে না। তার কাছে বাংলাদেশ ক্রিকেট কৃতজ্ঞ। আমি মনে করি তার পরিবারের প্রতিও কৃতজ্ঞ থাকবে বাংলাদেশের ক্রিকেট। মাশরাফিকে যেভাবে তারা সমর্থন ও প্রেরণা দিয়ে গেছেন তারও তূলনা নেই। আমি মনে করি বিসিবি মাশরাফির ভালো চায় বলেই তাকে অধিনায়কত্ব সরে যেতে বলেছে। আমি মনে করি টি-টোয়েন্টি থেকে তার সরে দাঁড়ানোটা খুবই ভালো সিদ্ধান্ত। ডজন খানেক অপারেশন নিয়ে সে যেভাবে ঝুকি নিয়ে খেলছিল, বল করছিল তাতে যে কোনো সময় তার মারত্মক অবস্থা হয়ে যেতে পারতো।বিছানায় পড়ে যেতে পারতেন।যেটা মোটেও কাম্য হতে পারে না। কারণ টি-টোয়েন্টি ফরম্যাট অনেক কঠিন খেলা। এখানে সামান্য রিলাক্সের সুযোগ নেই। ওয়ানডে খেলছেন, এটা ঠিক আছে, ওখানে রিলাক্সের অনেক সুযোগ আছে। কিন্তু টি-টোয়েন্টি খুবই ‘টাফ’ ফরম্যাট।’
তবে দেশের বাইরে নয়, দেশের মাটিতে অবসর নিলেই ভালো হতো বলে মনে করছেন জাহাঙ্গীর শাহ বাদশাহ। তিনি বলেন,‘ এটা ঠিক, ও দেশের মাটিতে বসে অবসর নিলে ভালো হতো। এটা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে। অবশ্য তার জন্য অপেক্ষা করতে হতো। সামনে তো আমাদের টি-টোয়েন্টি ফরম্যাট দেখতে পারছি না।’
নতুন অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানকেই পছন্দ সাবেক এ ফাস্ট বোলারের।বললেন,‘ হ্যাঁ, সাকিবই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। সারা বিশ্বে সে টি-টোয়েন্টি খেলে বেড়াচ্ছে। এই ফরম্যাটে তার অনেক অভিজ্ঞতা।-ঢাকা টাইমস
১৪ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি