শুক্রবার, ১৪ এপ্রিল, ২০১৭, ০৮:০৫:০৮

ক্রিকেট আমার কাছে মন্দিরে যাওয়ার মতো ছিল: শচীন

ক্রিকেট আমার কাছে মন্দিরে যাওয়ার মতো ছিল: শচীন

স্পোর্টস ডেস্ক: ‘ক্রিকেট আমার কাছে মন্দিরে যাওয়ার মতো ছিল’-বলেছেন শচীন টেন্ডুলকার। নিজের জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘শচীন: আ বিলিয়ন ড্রিমস’-এ ক্রিকেট নিয়ে এভাবেই ভালোবাসার কথা জানান শচীন টেন্ডুলকার।

বৃহস্পতিবার শচীনের জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্রের ট্রেলার মুক্তি পায়। ২৬ মে হিন্দি, মারাঠি, ইংরেজি, তামিল ও তেলেগু ভাষায় চলচ্চিত্রটি মুক্তি পাবে।

১৯৮৩ সালে ভারত যেবার কপিল দেবের হাত ধরে প্রথম বিশ্বকাপ জয় করে তখন টেন্ডুলকারের বয়স ছিল মাত্র ১০ বছর। কপিল দেবের হাতে ট্রফি দেখে ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন টেন্ডুলকার। ক্রিকেটের সফর সেদিন থেকেই শুরু ব্যাটিং মাস্টারের। দেশের হয়ে বিশ্বকাপ জয়ের শপথ নেন সেদিন থেকে। সেই স্বপ্ন পূরণ হয় ২০১১ বিশ্বকাপে। এর দুই বছর পরই ক্রিকেটকে বিদায় বলেন শচীন।

বলা হয়, সব সফল পুরুষের পেছনেই একজন নারী থাকেন। শচীন টেন্ডুলকারের সফলতার পেছনেও তেমনি একজন আছেন। নামটা অঞ্জলি টেন্ডুলকার। ছবিতে দেখা মিলবে অঞ্জলিকেও। শচীনকে নিয়ে অঞ্জলি বলেন,‘ক্রিকেট ওর কাছে সবার আগে। ক্রিকেটের পর আমাদের অবস্থান। আমরা সেটা মেনে নিয়েছিলাম। দল যখন ভালো করতো না তখন ও এতটাই মানসিকভাবে ভেঙে পড়ত যে রাতে ঘুমাতে পারত না।’

পরিচালক জেমস আর্সকিন চলচ্চিত্রটি নির্মাণ করেছেন। প্রযোজনা করেছেন রবি ভাগচান্দকা। শচীনের পছন্দের সুরকার ও গীতিকার এআর রহমান চলচ্চিত্রে কাজ করেছেন।
১৪ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে