স্পোর্টস ডেস্ক: হলো না, আজও মাইলফলকটা ছোঁয়া হলো না ক্রিস গেইলের। প্রথম খেলোয়াড় হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক ছোঁয়ার অপেক্ষা বাড়ল ক্যারিবিয়ান ব্যাটসম্যানের।
১০ হাজার রানের মাইলফলক ছুঁতে আইপিএলে আজ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে গেইলের করতে হতো ২৫ রান। কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই ওপেনার আউট হয়েছেন মাইলফলক থেকে ৩ রান দূরে থাকতে। হার্দিক পান্ডিয়ার বলে পার্থিক প্যাটেলের হাতে ক্যাচ দেওয়ার আগে ২৭ বলে ২ চার ও এক ছক্কায় করেছেন ২২ রান।
টি-টোয়েন্টি ক্রিকেটে এখন ২৮৯ ম্যাচে গেইলের রান ৯ হাজার ৯৯৭। সর্বোচ্চ ১৮টি সেঞ্চুরি তারই। সেঞ্চুরির সংখ্যা দুই অঙ্কই স্পর্শ করতে পারেনি আর কারও। ফিফটিও রেকর্ড ৭৮টি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডও তার। ২০১৩ আইপিএলে বেঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ৬৬ বলে খেলেছিলেন অপরাজিত ১৭৫ রানের টর্নেডো ইনিংস।
১৪ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি