শুক্রবার, ১৪ এপ্রিল, ২০১৭, ০৯:১৪:৫২

মেসির জন্য সুখবর!

মেসির জন্য সুখবর!

স্পোর্টস ডেস্ক:বার্সার আকাশে অশান্তির মেঘ ক্রমশই ঘনীভূত হচ্ছে!‌ কোচ লুই এনরিকে আর লিওনেল মেসির সম্পর্ক ঠেকছে তলানিতে!‌ তার প্রমাণ পাওয়া গেল তুরিনে জুভেন্টাসের কাছে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ০–৩ ব্যবধানে হারার পর। মঙ্গলবার ম্যাচে বিপর্যস্ত হওয়ার পর, বুধবার সকালে একা একা অনুশীলন করলেন মেসি। দলের বাকিরা কি তবে হারার পর বিশ্রাম নিয়েছিলেন?‌ না, তা নয়।

দলের বাকিরা হাজির ছিলেন কোচ এনরিকের ক্লাসে। ট্রেনিং শুরুর আগে প্রায় আধ ঘণ্টা ফুটবলারদের সঙ্গে কথা বলেন তিনি। জুভেন্টাসের বিরুদ্ধে কোথায় কোথায় ভুল হয়েছে সেগুলো নিয়েই আলোচনা করেন। কিন্তু স্প্যানিশ পত্রিকা ‘‌মার্কা’‌র খবর, মেসি নাকি এই সময় হাজির ছিলেন না!‌ কোচের ক্লাসে হাজির থাকার পরিবর্তে তিনি একা একা জিমে ঘাম ঝরান। তা হলে কি এনরিকের কোনো কথাই আর শোনার আগ্রহ নেই মেসির?‌ প্রশ্ন উঠতে শুরু করেছে। দলের অন্দরে যখন এমন গুমোট ভাব, তখন জুভেন্টাসের বিরুদ্ধে ফিরতি লেগে আদৌ কি ঘুরে দাঁড়াতে পারবে বার্সিলোনা?‌

চাপ শুধু ক্লাবের ক্ষেত্রেই নয়, দেশের হয়েও। মেসির চার ম্যাচ নির্বাসন নিয়ে কথা বলতে নিজেই বার্সিলোনায় উড়ে আসছেন আর্জেন্টিনা ফুটবল সংস্থার সভাপতি ক্লদিও তাপিয়া। নির্বাসন নিয়ে কথা বলতে আগামী ৪ মে মেসিকে ডেকেছেন ফিফার কর্তারা। নির্বাসন নিয়ে ফিফার সঙ্গে কথা বলার আগে আইনজীবীদের সঙ্গে মেসির আলোচনা অবশ্যই দরকার।

তাই ওকে বোঝাতেই আমি যাব বার্সিলোনায়।’‌ শোনা গিয়েছে, আর্জেন্টিনার পরবর্তী কোচ হিসেবে মেসির যাকে পছন্দ, সেই জর্জ সাম্পাওলির সঙ্গেও কথা বলবেন তাপিয়া। যদিও মুখে তা অস্বীকার করেছেন। বলছেন, ‘‌আমি শুধু মেসিকে দেখতে, ওর সঙ্গে কথা বলতে যাচ্ছি। কোচ নির্বাচন নিয়ে তাড়াহুড়োর কিছু নেই। এখনও অনেক সময় আছে।’‌‌
তবে মেসির ওপর আরোপিত নিষেধাজ্ঞা যদি প্রত্যাহার করা হয়, তবে সেটিই হবে তার জন্য আসল সুখবর।
১৪ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে