স্পোর্টস ডেস্ক: জল্পনার অবসান৷ রিয়াল মাদ্রিদ বা বার্সেলোনা কেউই পেল না পাওলো দিবালাকে৷ জুভেন্তাসেই ২০২২ পর্যন্ত থেকে গেলেন তিনি৷ ২০১৫-তে পালেরমো থেকে সিরি এ চ্যাম্পিয়ন শিবিরে নাম লেখান আর্জেন্টাইন এই ফরোয়ার্ড৷দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি৷
এই মুহূর্তে যাবতীয় লাইমলাইট বছর তেইশের এই ফরোয়ার্ডের দিকেই৷ নতুন চুক্তি অনুযায়ী দিবালা প্রতি মরশুমে ৭০ লক্ষ ইউরো পাবেন বলেই শোনা যাচ্ছে৷সাদা-কালো জার্সিধারীদের হয়ে দিবালা এখন পর্যন্ত ৮২টি ম্যাচে ৩৯টি গোল করেছেন৷ ১৭টি করিয়েছেন তিনি৷
মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে বার্সেলোনার বিরুদ্ধে জুভেন্তাস ৩-০ গোলে জিতেছে৷জোড়া গোল করে নায়ক হয়ে যান দিবালা৷তাঁকেই বলা হচ্ছে ‘নতুন মেসি৷’ কিন্তু দিবালা বলছেন যে, তার জাতীয় দলের সতীর্থ ও পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর সঙ্গে সম্পর্ক একেবারেই ভালো নয়৷ মেসির সঙ্গে তুলনাটা তিনি পছন্দ করছেন না৷
দিবালা বলছেন,‘‘ দেখুন, আমি দিবালা, আমি মেসি নই৷ এটা সবাইকে বুঝতে হবে৷আমি আর্জেন্তাইনদের আবেগটা বুঝি৷ তাই তারা তুলনা টানেন৷কিন্তু আমি পরবর্তী মেসি বা ভবিষ্যতের মেসি হতে চাই না৷ মেসি বা ম্যারাডোনা এতকটাই হয়৷ মেসিকে আমি শ্রদ্ধা করি৷ ও অনেক চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে৷ আমি একটাও পাইনি৷ আমি সেটারই স্বপ্ন দেখি৷ আমি জুভেন্তাসের হয়ে খেলি৷ তাদের জেতাতেই চাই আর সত্যি বলতে মেসির সঙ্গে আমার সম্পর্ক মোটেই ভালো নয়৷ সে নিজের মধ্যে থাকতেই পছন্দ করে৷’’
১৪ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি