স্পোর্টস ডেস্ক: ভালো ফর্মে আছেন। তবে শুক্রবার রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ব্যাট হাতে একরকম অসাধ্য সাধন করলেন কায়রন পোলার্ড। ৪৭ বলে ৭০ রানের বিধ্বংসী ইনিংস খেলে মনে রাখার মতো জয় ছিনিয়ে আনেন মুম্বাই ইন্ডিয়ান্সের এ ব্যাটসম্যান। হারের মুখে থাকা দলকে জেতান ৪ উইকেটে, ৭ বল বাকি থাকতে।
বিফলে গেল স্পিনার স্যামুয়েলস বদ্রির হাটট্রিক। শুরুতে হাটট্রিক করে যিনি মুম্বাইকে পুরোপুরি বিপদে ফেলে দিয়েছিলেন। কিন্তু সব শেষ করে দেন পোলার্ড।
২৫ দিন পর এ ম্যাচ দিয়েই ক্রিকেটে কোহালির ফেরা। আর ফেরার ম্যাচেই রান পেলেন রয়েল চালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ক।৪৭ বলে ৬২ রান করে টিমকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করে মোটামুটি ভদ্রস্থ স্কোরে (১৪২) নিয়ে যান তিনি।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতে মুখ থুবড়ে পড়ে মুম্বই ইন্ডিয়ান্স। ক্যারিবিয়ান বোলার স্যামুয়েল বদ্রির স্পিনে চোখে সরষে ফুল দেখেন রোহিত শর্মারা। এ বারের আইপিএলে প্রথম হ্যাটট্রিকটি করেন তিনি। ৪ ওভার বলে করে ৪টি উইকেট নেন। মাত্র ৯ রান দিয়েছেন। মাত্র ৭ রানে ৪ উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে যায় মুম্বাই।
তবে মহাবিপদ থেকে দলকে অসীম বীরত্বে টেনে নিয়ে যান কায়ন পোলার্ড। তাকে সঙ্গ দেন ক্রনাল পাল্ডে। ৯৩ রানের অসাধাণ জুটি গড়েন তারা। ৪৭ বলে ৭০ রান করে আউট হন কায়রন পোলার্ড। আর ৩০ বলে ৩৭ করে দলকে জয় এনে দিয়েই মাঠ ছাড়েন পান্ডে।
১৪ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি