শুক্রবার, ১৪ এপ্রিল, ২০১৭, ১০:৫৭:১৯

সাকিবের কলকাতার বিপক্ষে ‘বিখ্যাত’ অফ কাটার দেখাতে চান মুস্তাফিজ

সাকিবের কলকাতার বিপক্ষে ‘বিখ্যাত’ অফ কাটার দেখাতে চান মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: গত আসরে মুস্তাফিজের অসাধারণ বোলিংয়েই শিরোপা ঘরে তুলেছিল সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু এবছর তিনি কেমন কি করতে পারবেন তা নিয়ে সংশয় প্রকাশ করছেন কেউ কেউ।

এই মুস্তাফিজের মধ্যে অনেকেই আগের সেই মুস্তাফিজকে দেখতে পাচ্ছেন না। আইপিএলে এবারও শুরুটাও হয়েছে বাজে, ২.৪ ওভারে ৩৪ রান দিয়ে। ম্যাচের সবচেয়ে ব্যয়বহুল বোলার ছিলেন তিনি। অতি সাধারণ বোলিং করেছেন এ ম্যাচে।

কাটার বয়ের এমন বোলিংয়ে অনেকেই হতাশ এবং চিন্তিত। তবে এ নিয়ে মোটেও চিন্তিত নন মুস্তাফিজ নিজে। শনিবার ইডেনে সাকিবদের কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে হায়দরাবাদের ম্যাচ। আর এখানে তার বিখ্যাত অফ কাটার ফিরে পাবার আশা করছেন তিনি। সেই সঙ্গে জানিয়ে দেন, আগের ম্যাচে কাটার পাননি উইকেটের কারণে।

ভারতের একটি ইংরেজি নিউজ পোর্টালের সঙ্গে সাক্ষাৎকারে মুস্তাফিজ বলেন,‘ আসলে কাটার নির্ভর করে উইকেটের উপর। উইকেট শুকনো এবং ম্যাচটা দিনে হলে আপনি কাটার দেখার সম্ভাবনা দেখতে পাবেন। শনিবারের ম্যাচটি যেমন।’

শনিবারের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে চারটায়। তার আগে শুক্রবার তিনি ঐ মিডিয়াকে বলেন,‘ মাঠে নেমে আমি চেষ্টার কোনো ক্রুটি করিনা। সবসময় সেরা খেলাটাই খেলার চেষ্টা করি।’

প্রথম ম্যাচের ব্যর্থতা নিয়ে মুস্তাফিজ বলেন,‘ আমি প্রথম ম্যাচে যা করতে চেয়েছি, সেটা হয়নি। লেন্থে সমস্যা হচ্ছিলো। যেখানে বল ফেলতে চেয়েছিলাম সেখানে ফেলতে পারছিলাম না।’

শনিবারের ম্যাচে স্বাগতিক নাইটদের চেয়ে তার দল এগিয়ে থাকবে বলে মনে করছেন কাটার বয়। মুস্তাফিজ বলেন,‘ অমি মনে করি ইডেনে আমরা এগিয়ে থাকবো। আমাদের শক্তিশালী বোলিং লাইন আপ রয়েছে। আমাদের ব্যাটিংও বেশ শক্তিশালী।’

কথা বলেন মাশরাফির অবসর নিয়েও। মুস্তাফিজ বলেন,‘ শুধু আমি একা নই, দলের সবাই তাকে মিস করবে। তিনি সবসময় আমাদের পাশে থাকেন। সমর্থন দেন। টি-২০ থেকে তিনি অবসর নিলেও ওয়ানডেতে আছেন। তিনি যতদিন চাইবেন ততদিন খেলবেন।’
১৪ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে