শনিবার, ১৫ এপ্রিল, ২০১৭, ০৭:০৪:৫৩

জানেন প্রথম টেস্ট ম্যাচ কোন দুই দেশের মধ্যে হয়েছিল?

জানেন প্রথম টেস্ট ম্যাচ কোন দুই দেশের মধ্যে হয়েছিল?

স্পোর্টস ডেস্ক: জানেন প্রথম টেস্ট হয়েছিল কোন দুটো দেশের মধ্যে? শুনলে অবাক হয়ে যাবেন। সেই দুটি দেশ এখন ক্রিকেটের চৌহদ্দিতেই নেই। অথচ সেই দুটি দেশের মধ্যেই প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়েছিল।
1st international cricket match

জানেন প্রথম টেস্ট হয়েছিল কোন দুটো দেশের মধ্যে? শুনলে অবাক হয়ে যাবেন। সেই দুটি দেশ এখন ক্রিকেটের চৌহদ্দিতেই নেই। অথচ সেই দুটি দেশের মধ্যেই প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়েছিল। এবং সেটা ১৮৪৪-এ। সেপ্টেম্বরের ২৪-২৬ এই ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে।

ভাবতে পারেন, এই দুটি দেশ এখন আর ক্রিকেটের মধ্যেই নেই। খেলাটি হয়েছিল নিউ ইয়র্কে। ম্যাচটা জিতেছিল কানাডা। খেলাটা এখনকার টেস্ট ক্রিকেট ফরম্যাটের। দু’ ইনিংসে খেলাটি হয়েছিল। কানাডা ম্যাচটি জিতেছিল ২৩ রানে। প্রায় দশ হাজার দর্শক উপস্থিত ছিলেন ম্যাচটি দেখার জন্য।
১৫ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে