শনিবার, ১৫ এপ্রিল, ২০১৭, ০৮:১৩:১০

বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে হবে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজকে

বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে হবে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজকে

স্পোর্টস ডেস্ক: ২০১৯ সালের বিশ্বকাপের মূলপর্বে খেলতে হলে আর বাছাইপর্বের চৌকাঠ পার হতে হবে না বাংলাদেশকে। সরাসরি বিশ্বকাপ খেলবে টাইগাররা। তবে ২০১৯ বিশ্বকাপে সরাসরি মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।

২০১৯ বিশ্বকাপে সরাসরি সুযোগ পাওয়ার জন্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে জয় প্রয়োজন ছিল পাকিস্তানের।  উইন্ডিজদের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে তারা। কিন্তু সরফরাজ-হাফিজদের জন্য বিশ্বকাপে সরাসরি খেলতে তা যথেষ্ট নয়।

সিরিজ শেষে ৯০ রেটিং পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছে পাকিস্তান। ৮৩ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের অবস্থা নয় নম্বরে। ২০১৮ সালে অনুষ্ঠিত বাছাইপর্বে তাই খেলতে হবে দু’দলকেই।

এ বছরের ১ মে পর্যন্ত ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক থেকে সাতে যে দলগুলো থাকবে তারাই সরাসরি টিকিট পাবে আগামী বিশ্বকাপের। ১ মে এর পূর্বে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের কোনো আন্তর্জাতিক ওয়ানডে নেই। অর্থাৎ র‍্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ার সুযোগও নেই। তাই পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের জন্য বাছাইপর্ব খেলা অনিবার্য।

বর্তমানে র‍্যাঙ্কিং বলছে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, ভারত, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও বাংলাদেশ ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া ২০১৯ সালের বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করবে।
১৫ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে