শনিবার, ১৫ এপ্রিল, ২০১৭, ০৯:১৭:০৪

আফ্রিদিকে স্মরণ করলো পিসিবি, দিয়েছে বার্তা

আফ্রিদিকে স্মরণ করলো পিসিবি, দিয়েছে বার্তা

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় আসরের পর্দা নামতেই পেশোয়ার জালমি ছাড়ার ঘোষণা দেন শহীদ আফ্রিদি। এর কিছুদিন পরই শোনা যায় পেশোয়ার ছেড়ে করাচি কিংসে যোগ দিচ্ছেন সাবেক পাকিস্তানি অধিনায়ক। তবে পিএলএলে দলবদল করার ক্ষেত্রে তারকা এই অলরাউন্ডারকে সতর্ক করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বৃহস্পতিবার আফ্রিদি ও পিএসএলের দল করাচি কিংসকে সতর্কবার্তা পাঠিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। এই বিবৃতিতে দলে খেড়োয়াড় চুক্তিবদ্ধ করা, চুক্তি নবায়ন ও দলবদলের নিয়মগুলো উল্লেখ করে পাঠিয়েছে পিসিবি।

পিসিবির বিবৃতিতে বলা হয়েছে, 'সবকিছুর একটা নির্দিষ্ট নিয়ম ও কিছু নিয়ম থাকে। ঠিক তেমনি দলবদল করার করারও একটা নির্দিষ্ট সময় আছে। কেবলমাত্র নির্দিষ্ট ওই সময়ে একটি দল কোন ক্রিকেটারকে কিনতে, তার সাথে চুক্তি নবায়ন করতে বা দল থেকে ছাড়তে পারবে। এই সময়ের বাইরে যেকোনো কাজই বেআইনী।'

পিসিবি জানায়, আইনত আফ্রিদি এখনও পেশোয়ার চুক্তিবদ্ধ ক্রিকেটার। পিসিবির মতে, জুনে দলবদলের আগে আফ্রিদি করাচির সাথে যোগ দিতে পারবেন না।

পিসিবির ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, 'পিএসএল খেলা প্রত্যেক ক্রিকেটার চুক্তিবদ্ধ থাকেন যেটার মেয়াদ পরবর্তী প্লেয়ার ড্রাফট পর্যন্ত। নির্দিষ্ট ক্রিকেটার, নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজি ও পিসিবি- এই তিন পক্ষের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। পিসিবির সম্মতি ছাড়া কোনো পক্ষ এই চুক্তির সমাপ্তি ঘোষণা করতে পারবে না। কেবল পারস্পরিক সম্মতি হলে নির্দিষ্ট সময়ের আগে এই চুক্তি ভাঙা সম্ভব, অন্যথায় না। আশা করি, প্রত্যেক ক্রিকেটার, দল, মালিক ও ম্যানেজমেন্ট দ্ব্যর্থহীনভাবে এই নিয়ম মেনে চলবে।'

গেল সপ্তাহে দলবদলের গুঞ্জণে খবরের শিরোনাম হন আফ্রিদি। করাচি কিংসের মালিক সালমান ইকবাল জানান, করাচি কিংসে যোগ দিচ্ছেন তারকা এই অলরাউন্ডার। এর আগে দ্বিতীয় আসরের শুরুতে পেশোয়ার জালমির অধিনায়কত্ব হারান তিনি।

আফ্রদির পরিবর্তে নেতৃত্ব দিয়ে দ্বিতীয় আসরে দলকে শিরোপা জেতান ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামি। এরপর দ্বিতীয় আসর শেষ না হতেই ব্যক্তিগত দ্বন্দের জের ধরে পেশোয়ারের সাথে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন দেশটির সাবেক এই অধিনায়ক।
১৫ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে