স্পোর্টস ডেস্ক: এবারের আইপিএল-এ নিজের প্রথম ম্যাচে নিষ্প্রভ দেখালো মোস্তাফিজুর রহমানকে। মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচে ২.৪ ওভারের স্পেলে ৩৪ রান দিয়ে মোস্তাফিজ থাকলেন উইকেটশূন্য। আর ম্যাচ শেষে হার দেখে চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদ। তবে বল হাতে মোস্তাফিজ পরের ম্যাচেই ঘুরে দাঁড়াবেন বলে বিশ্বাস সতীর্থ পেসার ভুবনেশ্বর কুমারের।
গত মৌসুম আইপিএল-এ সর্বাধিক ২৩ উইকেটের কৃতিত্ব দেখান ভুবনেশ্বর কুমার। এবারও তিন ম্যাচে ৭ উইকেট নিয়ে বুধবার সর্বাধিক উইকেটের পার্পল ক্যাপ শোভা পাচ্ছিল তার মাথায়। বুধবার ম্যাচ শেষে ভুবনেশ্বর কুমার বলেন, ওয়াংখেড়ে মাঠে শিশিরের কারণে বোলিং করাটা সহজ ছিল না। মোস্তাফিজুর অবশ্যই ঘুরে দাঁড়াবে।
ম্যাচ শেষে ক্রিকেটের বোদ্ধা বিশ্লেষক আকাশ চোপড়া বলেন, ম্যাচের প্রথম ইনিংসে শুকনো বলে স্লো ডেলিভারিগুলো পিচে গ্রিপ করছিল কিছুটা। তবে ওয়াংখেড়েতে শিশির ভেজা দ্বিতীয় ইনিংসে তা একেবারেই কাজে দেয়নি। কারণ স্লো ডেলিভারিগুলো ক্রিজে আছড়ে পড়ে পিছলে (স্কিড) যাচ্ছিল। আর শিশির ভেজা বলে গ্রিুপ করতে সমস্যা হচ্ছিল বলে ইয়র্কার দেয়াও সহজ ছিল না। মেস্তাফিজুর রহমানের প্রধান দুই অস্ত্রই হলো স্লোয়ার ডেলিভারি ও ইয়র্কার। যে কারণে ম্যাচে তার বোলিং ফিগার দাঁড়ায় ২.৪-০-৩৪-০।
ভারতীয় প্রিমিয়ার লীগে (আইপিএল) নিজের প্রথম আসরে চমক দেখান মোস্তাফিজুর রহমান। গত আসরে ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়ে সানরাইজার্স হায়দরাবাদকে শিরোপা জেতাতে দারুণ সাহায্য করেন। আসরের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারও জেতেন তিনি।
১৫ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস