স্পোর্টস ডেস্ক: আইপিএল আসরে ব্যাট হাতে মরু ঝড় তুললেন কাইরন পোলার্ড। হ্যাটট্রিকের উপলক্ষটা জয় দিয়ে রাঙিয়ে রাখতে পারলেন না স্যামুয়েল বদ্রি। ক্যারিবিয়ান লেগ স্পিনারের হ্যাটট্রিকের আনন্দ ম্লান হয়ে গেল আরেক ক্যারিবিয়ান কাইরন পোলার্ডের ঝোড়ো ব্যাটিংয়ে। বিরাট কোহলির ফেরার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৪ উইকেটে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।
শুক্রবার দিনের প্রথম ম্যাচে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ১৪৩ রানের মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে মুম্বাইয়ের শুরুটা হয়েছিল চরম বাজে। দ্বিতীয় ওভারেই স্টুয়ার্ট বিনির বলে ফিরে যান জস বাটলার। ইংলিশ ব্যাটসম্যান মিড উইকেটে ক্যাচ দেন ক্রিস গেইলের হাতে।
পরের ওভারেই বদ্রির হ্যাটট্রিক। বদ্রির প্রথম বলটি ছিল ডট। পরের তিন বলে পার্থিব প্যাটেল, মিচেল ম্যাকক্লেনাগান ও রোহিত শর্মাকে ফিরিয়ে বদ্রি পূর্ণ করেন এবারের আইপিএলের প্রথম হ্যাটট্রিক। তখন ৭ রানেই ৪ উইকেট হারিয়ে অন্ধকার দেখছিল মুম্বাই!
টানা চার ওভারের স্পেলে শেষ বলে বদ্রি ফিরিয়ে দেন দারুণ ছন্দে থাকা নিতিশ রানাকেও। মুম্বাইয়ের স্কোর তখন ৫ উইকেটে ৩৩! এরপরই শুরু পোলার্ডের তাণ্ডব। ষষ্ঠ উইকেটে ক্রুনান পান্ডিয়ার সঙ্গে ৫৭ বলে ৯৩ রানের বড় জুটি গড়ে ম্যাচ বের আনেন ক্যারিবিয়ান অলরাউন্ডার।
৪৭ বলে ৫ ছক্কা ও ৩ চারে পোলার্ড ৭০ রান করে যখন ফিরলেন, জয়ের জন্য মুম্বাইয়ের চাই আর ১৭ রান। সেই পথটা সহজেই পাড়ি দিয়েছেন দুই ভাই ক্রুনাল (৩০ বলে ৩৭*) ও হার্দিক পান্ডিয়া (৪ বলে ৯*)। মুম্বাই ম্যাচ জেতে ৭ বল বাকি থাকতেই। আইপিএলের ইতিহাসে লক্ষ্য তাড়ায় ১০ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে এই প্রথম ম্যাচ জিতল কোনো দল।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমেছিল বেঙ্গালুরু। কিন্তু চোট কাটিয়ে এবারের আইপিএলে প্রথম ম্যাচ খেলতে নামা অধিনায়ক কোহলি ছাড়া আর কেউই ভালো করতে পারেননি। বেঙ্গালুরুও ২০ ওভারে ৫ উইকেটে ১৪২ রানের বেশি করতে পারেনি। ৪৭ বলে ৫ চার ও ২ ছক্কায় ইনিংস সর্বোচ্চ ৬২ রান কোহলির। কিন্তু প্রত্যাবর্তনের ম্যাচে ঝকঝকে ইনিংস খেলেও হেরে গেলেন ভারতীয় অধিনায়ক।
১৫ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর