শনিবার, ১৫ এপ্রিল, ২০১৭, ১২:০৭:২৮

মাঠে বৈশাখ উদযাপনে সাকিবের অপেক্ষায় মুস্তাফিজ

মাঠে বৈশাখ উদযাপনে সাকিবের অপেক্ষায় মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: শনিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স-সানরাইজার্স হায়দরাবাদ। যেখানে প্রতিপক্ষ সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। ময়দানে লড়াই চললেও, ‘অগ্রজ’ সতীর্থের সঙ্গে সময় কাটাতে মরিয়া কাটার মাস্টার। পহেলা বৈশাখটা সাকিবের সঙ্গেই উদযাপন করার ইচ্ছা তার।

বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায় কলকাতার ঘরের মাঠ ইডেন গার্ডেনে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচে মুস্তাফিজের  মূল একাদশে থাকার সম্ভাবনা একরকম নিশ্চিত হলেও, ঝুলে আছে সাকিবের ভাগ্য। চলতি আসরের একটি ম্যাচেও মাঠে নামার সুযোগ হয়নি তার।

মাঠে পান আর না পান, মুস্তাফিজের ইচ্ছা সাকিবের সঙ্গে সময় কাটাবেন। শুক্রবার বাংলাদেশ পহেলা বৈশাখ উদযাপন করা হলেও, পঞ্জিকা অনুযায়ী শনিবারেই ওপার বাংলায় পহেলা বৈশাখ। সেক্ষেত্রে দারুণ একটা দিন পাচ্ছেন এই দুই ক্রিকেটার।

ম্যাচ শেষে রাতে দুজন মিলে একসঙ্গে খাবেন। মেন্যুতে থাকবে ঐতিহ্যবাহী ইলিশ মাছের তরকারি আর ভাত।

মুস্তাফিজ বলেন, ‘আমি এখানে (কলকাতা) এসেই তার সাথে দেখা করেছি। খেলা শেষে একসাথে বের হওয়ার পরিকল্পনা আছে। এখানে আসার পর থেকে একদিনও ভাত মাছ খাইনি। আশা করছি রাতের খাবারটা দুজন একসাথে খেতে পারবো।’

বাংলা বছরের প্রথম দিন, অর্থাৎ বৈশাখের এক তারিখ মানেই বাঙালির জন্য আলাদা কিছু। উদযাপনের মাত্রাটা বাঁধ ভেঙে যায় প্রতিবারই। কিন্তু মুস্তাফিজ সেই বৈশাখ উদযাপন করতে পারেননি গেল চার থেকে পাঁচ বছর।

কারণ, ব্যস্ত থাকতে হয়েছে ক্রিকেট নিয়ে। এবার তাই সাকিবই ভরসা, ‘আমি গেল চার-পাঁচ বছর পহেলা বৈশাখ উদযাপন করিনি। ম্যাচ কিংবা অনুশীলন নিয়ে ব্যস্ত ছিলাম।’
১৫ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে