স্পোর্টস ডেস্ক: প্রতিপক্ষ শিবিরের বন্ধুর সঙ্গে মাছে-ভাতে নববর্ষ পালনের সুযোগ তৈরি হল এক দিকে, অন্যদিকে রহস্য স্পিনারের রাতারাতি অলরাউন্ডার হয়ে ওঠা নিয়ে চর্চার মধ্যেই উমেশ যাদব বনাম ডেভিড ওয়ার্নারের মধ্যে লড়াই শুরু হয়র গেল। চৈত্রের শেষ দিনে আইপিএলের কলকাতা সাজল এভাবেই। আমাদের একদিন পর কলকাতায় আগামীকাল নববর্ষ পালিত হবে।
সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে কলকাতা বাহিনী যে পঞ্জাব ম্যাচের নায়ক উমেশেই আস্থা রাখছে, সেটা এ দিন স্পষ্ট করে দিলেন সহকারী কোচ সাইমন কাটিচ। ইডেনের সাংবাদিকদের বললেন, ‘‘গতকাল উমেশ একাই ম্যাচটা ঘুরিয়ে দিয়েছে। দু’সপ্তাহ টিমের বাইরে থাকার পর ফিরেই এমন পারফর্ম করা সহজ নয়। ভারতের হয়ে ওর অভিজ্ঞতাটা আমাদের কাজে লাগল। ’’
ডেভিড ওয়ার্নার আবার শহরের এক অনুষ্ঠানে বললেন, ‘‘ইডেনের পিচে বল ব্যাটে আসবে, স্ট্রোক খেলা সহজ হবে। বড় স্কোর আশা করছি। ’’ সেই পিচে ব্যাটসম্যান সুনীল নারাইনের আত্মপ্রকাশে গতকাল মুগ্ধ হয় গ্যালারি। ওয়ার্নার কিন্তু অবাক নন। বললেন, ‘‘বিগ ব্যাশে সুনীলকে ওপেন করতে আগেই দেখেছি। ’’ ওয়ার্নার ভারত-অস্ট্রেলিয়াও নিয়ে বললেন, ‘‘সিরিজে প্রতিদ্বন্দ্বিতা চরমে পৌঁছলেও বৈরিতা ভুলে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে আমারা আবার বন্ধু। ’’
মোস্তাফিজুর রহমানের আর সাকিব আল হাসানের সঙ্গে নববর্ষ পালনের পরিকল্পনা আছে কিনা সে প্রসঙ্গে ওয়ার্নার বললেন, ‘‘গত চার বছর নববর্ষ কেটেছে শুধু খেলে। কাল খেলার পর সাকিব ভাইয়ের সঙ্গে মাছ-ভাতে ডিনার করব। ’’
১৫ এপ্রিল ২০১৭/হাবিব/এইচআর/হাবিব