স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজের প্রথম ম্যাচে একেবারেই দিন-হীন পারফরম্যান্স ছিল মুস্তাফিজুর রহমানের। মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে সে ম্যাচে মাত্র ২.৪ ওভার বল করেই দিয়েছেন ৩৪ রান। পাননি কোনো উইকেটও। আজ কলকাতা নাইট রাইডার্সের তাঁর চেষ্টা থাকবে ঘুরে দাঁড়ানোর।
কলকাতার বিপক্ষে ম্যাচের আগে বেশ উচ্ছ্বসিত মুস্তাফিজ। গতকাল শুক্রবার বাংলা নববর্ষের দিনে কলকাতায় সানরাইজার্স হয়দরাবাদের এক অনুষ্ঠানে ঢাক বাজিয়েছেন তিনি, সঙ্গে নেচেছেন। আজকের এই ম্যাচের আগে তাই হয়তো আরো বেশি উজ্জীবিত হয়ে উঠবেন কাটার-মাস্টার।
আজকের এই ম্যাচে নিজের প্রধান অস্ত্র অফ কাটার বেশ ভালোমতোই কাজ করবে বলে মন্তব্য করেছেন মুস্তাফিজ। এ ব্যাপারে তিনি বলেন, ‘কাটার ডেলিভারিগুলো নির্ভর করে উইকেটের ওপর। আবহাওয়া যদি শুষ্ক হয়, খেলা যদি দিনের বেলায় হয় — ঠিক আগামীকালের ম্যাচের মতো — তাহলে হ্যাঁ, অফ-কাটারগুলো কাজ করবে, এমনই আশা করি। ’
জাতীয় দলের খেলা থাকায়, সানরাইজার্সের হয়ে প্রথম দুই ম্যাচ খেলতে পারেননি ফিজ। তৃতীয় ম্যাচে প্রথম খেলতে নেমে নিজে খুব একটা ভালো করতে পারেননি, তা ছাড়া তাঁর দলও হেরে গেছে চার উইকেটে। ম্যাচ শেষে এই হারের জন্য শিশিরকে দায়ী করেছিলেন হায়দরাবাদের আরেক প্রধান বোলার ভুবনেশ্বর কুমার।
১৫ এপ্রিল ২০১৭/হাবিব/এইচআর/হাবিব