শনিবার, ১৫ এপ্রিল, ২০১৭, ০২:১৬:৩০

ওকসের বদলে সাকিবকে একাদশে চান ভারতীয় ক্রিকেটার

ওকসের বদলে সাকিবকে একাদশে চান ভারতীয় ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক: শনিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) হাই ভোল্টেজ ম্যাচে মাঠে নামবে দুই বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবং বর্তমান চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দ্রাবাদ।  বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায় ম্যাচটি মাঠে গড়াবে।

এদিকে কেকেআরের হয়ে এই মৌসুমে একটি ম্যাচেও মাঠে নামা হয়নি বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের।  বিদেশী খেলোয়াড়দের মধ্যে একাদশে পরিবর্তন আনলেও কেকেআরের একাদশের জায়গা হয়নি সাকিবের।

তবে হায়দ্রাবাদের বিপক্ষে এখন পর্যন্ত তিন ম্যাচের দুইটিতে জয় পাওয়া কেকেআরের একাদশে সাকিব আল হাসানকে দেখতে চান ভারতের সাবেক পেসার অজিত আগারকার।  ক্রিক ইনফোর ব্লগে এমনটাই জানিয়েছেন তিনি।

তার মতে কেকেআরের বিদেশী দুই খেলোয়াড় ট্রেন্ট বোল্ট এবং ক্রিস ওকস নিজেদের সেরাটা দিতে পারছেন না।  সেক্ষেত্রে ওকসকে বসিয়ে কেকেআরের উচিৎ সাকিবকে খেলানো।  তিনি বলেন,

‘আমি সাকিবকে কেকআরের একাদশে দেখতে চাই।  যেহেতু নারিন ওপেনিংয়ে খেলছে সেক্ষেত্রে মিডেল অর্ডারে কেকেআরের উচিৎ একজন স্পিনিং অলরাউন্ডারকে খেলানো।  তাই ওকসকে বসিয়ে সাকিবকে নেয়াটা ভালো হবে বলে মনে করি।

এছাড়াও সানরাইজার্সে বেশ কয়েকজন বাঁহাতি ব্যাটসম্যান রয়েছে তাই সাকিব ভালো উপকারেও আসবে বলেও মনে করি।  সে একজন অভিজ্ঞ বোলার। ’

অন্যদিকে সাবেক এই ভারতীয় আজকের ম্যাচের জন্য নিজেদের একাদশও ঘোষণা করেন।  সেখানে চার বিদেশীদের মধ্যে সাকিব সহ, কিউই অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম, কিউই পেসার ট্রেন্ট বোল্ট এবং সুনিল নারিনকে একাদশে জায়গা দিয়েছেন।

তবে একাদশে চার বিদেশীর জায়গায় অজি পেসার নাথান কুল্টার নাইলকেও খেলানো যাবে বলে জানান তিনি।  তিনি বলেন, ‘একাদশে নারিন এবং সাকিব থাকায় স্পিন বিভাগ নিয়ে আমাকে ভাবতে হচ্ছে না।  তবে পেস বোলিংয়ে আমি কুল্টার নাইলকেও সুযোগ দিতে পারি যদি সে ফিট থাকে।

তবে ম্যাচের উইকেট এবং কেকেআরের ব্যাটিংয়ের কথা ভেবে আমি কুল্টার নাইলের চেয়ে সাকিবকে এগিয়ে রেখেছি।  কলকাতার ব্যাটিংয়েও সাকিব ভূমিকা রাখতে পারে তাই সাকিবকে বেশী প্রাধান্য দেয়া।

পাশাপাশি উমেশ জাদভ দলে থাকায় আমি মনে করি দুইজন বিদেশী স্পিনার খেলাতে পারে কেকআর।  পেস বোলিংয়ে তাই কেকেআরকে ভাবতে হচ্ছেনা’।
১৫ এপ্রিল ২০১৭/হাবিব/এইচআর/হাবিব

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে