স্পোর্টস ডেস্ক: ভারতের মাটিতে থাকা দুই বাংলাদেশি ক্রিকেটারের একান্ত আলাপ। তারা দেখা করেছেন কলকাতায়। মুস্তাফিজ সাকিবকে বলেছেন তার একান্ত একটি ইচ্ছার কথা। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে আজকের ম্যাচের মধ্য দিয়ে নিজের স্বরূপে ফেরার আশা প্রকাশ করেছেন মুস্তাফিজুর রহমান।
এবারের ভারত সফরে এখন অবধি ভাত-মাছের স্বাদ পাননি কাটার মাস্টার। আজ সতীর্থ সাকিব আল হাসানের সাথে ডিনার সেরে একটু দেরীতে নতুন বছর উদযাপন করতে চান তিনি।
ইডেনের পিচ তার মুল অস্ত্র কাটারের জন্য সুবিধা এনে দেবে এমনটা আশা করে তিনি বলেন, ‘এটা সম্পূর্ণই পিচের উপর নির্ভর করে, উইকেট ড্রাই হলে আমি সুবিধা পাব, এটা যেহেতু দিনের খেলা সেহেতু আমি উইকেট থেকে সাহায্য পাব যেটা মুম্বাইয়ের উইকেটে পাইনি।’
তিনি আরও বলেন, ‘আমি সবসময়ই আমার সেরাটা দেবার চেষ্টা করি, আমাদের বোলিং লাইনআপ বেশ ভালো এবং আমার জন্য কলকাতার টার্নিং উইকেট বেশ সহায়ক হবে।’
এদিকে জাতীয় দলের সতীর্থ সাকিব আল হাসানের দলের বিপক্ষে মাঠে নামার আগে কলকাতায় এসেই সাকিবের সাথে দেখা করেছেন মুস্তাফিজ। খেলা শেষে একত্রে ডিনার করার পরিকল্পনা করেছেন দুই বাংলাদেশি ক্রিকেটার।
এই প্রসঙ্গে কাটার মাস্টার বলেন, ‘আমি গতকাল এসেই তার সাথে দেখা করেছি। ভারতে আসার পর থেকে আমি এখনও ভাত এবং মাছ খেতে পারিনি, তাই রাতে সাকিব ভাই এর সাথে ডিনার করার প্ল্যান আছে।’
পহেলা বৈশাখে নিজের দেশের বাড়িকে মিস করছেন কিনা এমন প্রশ্নের জবাবে ফিজ বলেন, ‘ম্যাচ এবং প্র্যাকটিসের কারনে বিগত ৪-৫ বছর পহেলা বৈশাখ উদযাপন করেতে পারিনি, তাই আমার মনে হয়না আমি বাড়িকে মিস করবো খুব একটা।’
তবে আজ ইডেন গার্ডেন্সের মাঠে সাকিব এবং মুস্তাফিজ একে অন্যের বিপক্ষে লড়লেও রাতের উদযাপনে থাকবে ভালবাসা এবং স্নেহের পরশ। দুই বাঙালীর পহেলা বৈশাখ উদযাপন তাই মাঠের লড়াইকে পাশ কাটিয়ে যাবে খুব সহজেই। তবে মাঠের লড়াইয়ে যে কেউ কাউকে ছাড় দেবেন না সেটা তো অনুমেয়ই। মুস্তাফিজের কাটার এবং সাকিবের ঘূর্ণি দেখতে রুপালি পর্দায় উন্মুখ হয়ে থাকবে আজ বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।
১৫ এপ্রিল ২০১৭/হাবিব/এইচআর/হাবিব