শনিবার, ১৫ এপ্রিল, ২০১৭, ০৪:০৮:৩৪

আজ রাতে মাছ-ভাতের উৎসব করবেন সাকিব-মুস্তাফিজ

আজ রাতে মাছ-ভাতের উৎসব করবেন সাকিব-মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: মাছে ভাতে বাঙালি। মাছ ভাত না খেলে পেট মন কোনোটাই ভরে না এদেশের মানুষের। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দিন কয়েক আগে ভারতে যান মোস্তাফিজুর রহমান। দলের সঙ্গে পাঁচ তারকা হোটেলে থাকতে হয়। আর আজ রাতে মাছ-ভাতের উৎসব করবেন সাকিব-মুস্তাফিজ।

সেখানে অনেক দামি মেনু থাকলেও তাতে যেন তৃপ্তি হচ্ছে না মোস্তাফিজের। মাছ ভাতের জন্য ব্যাকুল হয়ে উঠেছেন তিনি। জানালেন, শনিবার রাতে সাকিবকে নিয়ে পেট ভরে মাছ ভাত খাবেন কোনো রেস্টুরেন্টে গিয়ে।

শুক্রবার বিকালে সাকিবের কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মুখোমুখি হবে  মোস্তাফিজের সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচ শেষ করেই কলকাতার ভালো কোনো বাঙালি ঐতিহ্যবাহী রেস্টুরেন্টে গিয়ে মাছ ভাত খাওয়ার পরিকল্পনার কথা জানিয়ে মোস্তাফিজ বললেন,‘ ভারতে আসার পর থেকে এখনও মাছ ভাত খাওয়া হয়নি। সাকিব ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে। শুক্রবার আমাদের ম্যাচ রয়েছে। ম্যাচ শেষ করে আমরা দুজন এক সঙ্গে রাতের খাবার খাওয়ার আশা করছি।’

ভারতের থাকায় এবার বাংলা নববর্ষ সেভাবে পালন করতে পারেননি মোস্তাফিজ। কিন্তু এ নিয়ে তেমন মাথা ব্যথা নেই তার । মোস্তাফিজ বলেন,‘ ম্যাচ ও প্রাকটিসে ব্যস্ততার কারণে গত চার পাঁচ বছর ধরেই পহেলা বৈশাখ সেভাবে পালন করা হয় না। আমার মনে হয় না যে, দেশকে খুব বেশি মিস করছি।’

কথা বলেন মাশরাফির অবসর নিয়েও। মোস্তাফিজ বলেন,‘ শুধু আমি একা নই, দলের সবাই তাকে মিস করবে। তিনি সবসময় আমাদের পাশে থাকেন। সমর্থন দেন। টি-২০ থেকে তিনি অবসর নিলেও ওয়ানডেতে আছেন। তিনি যতদিন চাইবেন ততদিন খেলবেন।’
১৫ এপ্রিল ২০১৭/হাবিব/এইচআর/হাবিব

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে