স্পোর্টস ডেস্ক: আইপিএলে আজ দিনের প্রথম ম্যাচে মুস্তাফিজুর রহমানের দল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করেছে সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্স। ফলে, জিততে হলে সানরাইজার্স হায়দ্রাবাদকে করতে হবে ১৭৩ রান।
কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত ম্যাচটিতে এদিন কলকাতার পক্ষে রবিন উথাপ্পা ৬৮, মনিশ পান্ডে ৪৬ ও ইউসুফ পাঠান ২১ রান করেন। সানরাইজার্স হায়দ্রাবাদের পক্ষে ভুবনেশ্বর কুমার ৩টি, আশিস নেহরা ১টি, বেন কাটিং ১টি ও রশীদ খান ১টি করে উইকেট নেন।
এই ম্যাচে সাকিব-মোস্তাফিজের কেউই একাদশে নেই। কলকাতা নাইট রাইডার্স আজ নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নেমেছে। কিন্তু চার ম্যাচের একটিতেও তারা সাকিব আল হাসানকে একাদশে রাখেনি।
অন্যদিকে, গত ১২ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচটিতে মোস্তাফিজুর রহমানকে একাদশে রেখেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। ওই ম্যাচে ২.৪ ওভার বল করে ৩৪ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন মোস্তাফিজ। ম্যাচটিতে সানরাইজার্স হায়দ্রাবাদ চার উইকেটে হেরে গিয়েছিল।
ওই ম্যাচে ময়জেস হেনরিকসের জায়গায় একাদশে নেয়া হয়েছিল মোস্তাফিজুর রহমানকে। আজ মোস্তাফিজকে বসিয়ে আবার হেনরিকসকে একাদশে রাখা হয়েছে।
কলকাতা ও হায়দ্রাবাদ উভয়েই এখন পর্যন্ত তিনটি করে ম্যাচ খেলেছে। এর মধ্যে উভয় দলই দুইটি করে জয় পেয়েছে ও একটি করে হেরেছে। পয়েন্ট টেবিলে এখন কলকাতা আছে দ্বিতীয় অবস্থানে। আর হায়দ্রাবাদ আছে তৃতীয় অবস্থানে।
১৫ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি