স্পোর্টস ডেস্ক: খেলোয়াড়ি অর্জন বিবেচনায় ডিয়েগো ম্যারাডোনার ধারেকাছেও নেই মারেক হামসিক। তবে আর্জেন্টাইন কিংবদন্তির অনেক পুরনো এক রেকর্ড ভেঙে দিতে যাচ্ছে নাপোলির অধিনায়ক। নাপোলির হয়ে রেকর্ড সর্বোচ্চ ১১৫ গোলে করেছেন ম্যারাডোনা। আর মাত্র ৪ গোল করতে পারলেই আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপজয়ী নায়ককে ছাড়িয়ে যেতে পারবেন হামসিক।
স্লোভাকিয়ান মিডফিল্ডার হামসিক নাপোলিতে দশম বছর পার করতে যাচ্ছেন। চলতি মৌসুমে নাপোলির হয়ে ৩১ ম্যাচে অংশ নিয়ে ১১ গোল করেছেন তিনি। এবারের মৌসুমে ইতালিয়ান লিগে এখনো সাত ম্যাচ খেলার সুযোগ পাবেন হামসিক। তবে এবারের মোসুমে ম্যারাডোনাকে ছাড়িয়ে যেতে পারেন কি না সেটি নিয়ে সন্দিহান এই স্লোভাক তারকা।
নাপোলির অধিনায়ক হওয়ায় খুব শিগগিরই ক্লাবটি ছাড়া হচ্ছে না হামসিকের। তাই ম্যারাডোনাকে ছাড়িয়ে যাওয়ার ব্যাপারে তাড়া নেই এই মিডফিল্ডারের। রেকর্ডের বিষয়ে অবগত আছেন কি না এমন প্রশ্নের জবাবে হামসিক বলেছেন, 'অবশ্যই আমি অবগত আছি। কিন্তু আমি এটি নিয়েই আচ্ছন্ন নই। ম্যারাডোনার রেকর্ড স্পর্শ করার জন্য আমি অনেক সময় পাবো।'
তবে ম্যারাডোনাকে ছাড়িয়ে যেতে হলে আগামী মৌসুম পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে মনে করেন হামসিক, 'আমি যেই ১১২ গোল করেছি সেগুলোর তুলনায় ৩ গোল সামান্যই। কিন্তু মৌসুমের প্রথম ধাপের ক্লান্তি এবং আমার ৩০ বছর বয়স বিবেচনায় হয়তো আমাকে আগামী মৌসুম পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে যেদিনই হোক, ব্যাপারটি রোমাঞ্চকরই হবে।'
প্রসঙ্গত, ১৯৮৪-৮৫ থেকে ১৯৯০-৯১ মৌসুম পর্যন্ত নাপোলির হয়ে ২৫৯ ম্যাচ খেলে ১১৫ গোল করেছেন ম্যারাডোনা। ইতালিয়ান জায়ান্টদের হয়ে দুটি লিগ এবং একটি উয়েফা কাপের শিরোপা জয় করেন তিনি।
১৫ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি