স্পোর্টস ডেস্ক: দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে গেল বছরের অক্টোবরে অভিষেক হয় জাতীয় দলের বর্তমান সময়ের অন্যতম ক্রিকেটার মেহদি হাসান মিরাজের। তবে, টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করা এই ক্রিকেটার বিশেষজ্ঞ হতে চান না কোন একটি ফরমেটের। বরং বিচরণ করতে চান ক্রিকেটের তিন ফরমেটেই। শনিবার (১৫ এপ্রিল) মিরপুর একাডেমি মাঠে অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটিই জানিয়েছেন মিরাজ।
এরই মধ্যে তিন ফরমেটেই অভিষেক হয়েছে মিরাজের। ঘরের মাঠে টেস্টে অভিষেক হলেও সম্প্রতি শ্রীলঙ্কা সফরে বাকি দুই ফরমেটে অভিষেক হয়েছে তার। অভিষেকের পর এ পর্যন্ত টেস্ট খেলেছেন ৭টি। ১৪ ইনিংসে রান সংগ্রহ করেছেন ১৮৯। যার মধ্যে এখন অব্দি সর্বোচ্চ সংগ্রহ করেছেন ৫১ রান। তবে, এই ১৪ ইনিংসে বল হাতে দারুণ সফল এ স্পিনার। ৭ ম্যাচে তার উইকেট রয়েছে ৩৫ টি। যার মধ্যে বেস্ট স্কোর ৬/৭৭।
তবে, এই ফরমেটে বন্দী থেকে নিজেকে এখনই টেস্ট বিশেষজ্ঞ বানাতে নারাজ মিরাজ। তার লক্ষ্য ক্রিকেটের সব ফরমেটেই সমান অবদান রাখা। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ক্যারিয়ার প্রসঙ্গে ঢাকা প্রিমিয়ার লিগে(ডিপিএল) মোহামেডানের হয়ে অংশ নেওয়া এই ক্রিকেটার সাংবাদিকদের বলেছেন, ‘আমি ক্রিকেটের সবকিছু উপভোগ করি। কখনই মনে করি না শুধু টেস্ট কিংবা ওয়ানডে খেলোয়াড় বা টি২০ বিশেষজ্ঞ হব। তিন ফরমেটেই নিয়মিত খেলতে চাই। যে ফরমেটে যেভাবে খেলার দরকার সেভাবে খেলতে চাই। মানসিকভাবে সেভাবেই তৈরি হচ্ছি, নিজেকে তৈরি করছি।’
এদিকে, সম্প্রতি ক্যারিবীয় প্রিমিয়ার লীগ(সিপিএল) ডাক পেয়েছেন মিরাজ। আর এই ডাক পাওয়াটাকে কাজে লাগাতে চান তিনি। এ প্রসঙ্গে মিরাজ বলেছেন, ‘অমার জন্য এটা অনেক বড় সুখবর, বিরাট সুযোগ। বাংলাদেশ থেকে খুব বেশি খেলোয়াড় দেশের বাইরে খেলে না। তিন-চার জন খেলে। সিপিএল থেকে অনেক কিছু শিখতে পারব, যেটা ভবিষ্যতে কাজে দেবে।’
প্রসঙ্গত, অভিষেকের পর টেস্টে দুর্দান্ত পারফরমেন্স করলেও এখন অব্দি ওয়ানডে বা টি২০তে ততটা নিজেকে মেলে ধরতে পারেননি অনুর্ধ্ব১৯ দলের সাবেক এই অধিনায়ক। ক্যারিয়ারে এখন পর্যন্ত মিরাজ খেলেছেন ৩ টি ওয়ানডে এবং ১টি টি২০। এরমধ্যে তিন ওয়ানতে মিরাজ সংগ্রহ করেছেন ৫৭ রান। আর বল হাতে তুলে নিয়েছেন ৪টি উইকেট। বিনিময়ে রান দিয়েছেন ১৪২। যার মধ্যে বেস্ট আছে ৪২ রানে ২ উইকেট। আর টি২০তে মিরাজের এখন অব্দি মাত্র ১টি ম্যাচ খেলার সুযোগ হলেও রানের খাতা যেমন থেকেছে শূন্য, তেমনি উইকেটেও থেকেছেন শূন্য।
১৫ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি