শনিবার, ১৫ এপ্রিল, ২০১৭, ১০:৪৬:০৫

সুনীল নারিনকে কেন ওপেন করাচ্ছে কেকেআর, পিছনে রয়েছে অন্য রহস্য

সুনীল নারিনকে কেন ওপেন করাচ্ছে কেকেআর, পিছনে রয়েছে অন্য রহস্য

স্পোর্টস ডেস্ক: কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ওপেন করে চমকে দিয়েছিলেন সুনীল নারিন। ঝোড়ো একটা ইনিংসও খেলেছিলেন তিনি। ইডেনে অনুষ্ঠিত প্রথম ম্যাচে নারিন সফল হলেও বাংলা নববর্ষের দিন কিন্তু ফ্লপ হলেন ক্যারিবিয়ান স্পিনার। নিন্দুকেরা বলছেন, সব দিন তো আর ‌'ফাটকা' খেলা যায় না। এদিন সানরাইজার্স হায়দরাবাদ-এর বিরুদ্ধে মাত্র ৬ রান করে বিদায় নেন নারিন। খেলেছেন ৯টি বল।

কিংগস ইলেভেন ম্যাচে নারিনকে ওপেন করতে দেখে অনেকেই চমকে যান। চমকে যাননি কেবল কিংগস ইলেভেন পঞ্জাব-এর গ্লেন ম্যাক্সওয়েল। খেলার শেষে তাঁকে প্রশ্ন করা হয়েছিল নারিন নিয়ে। জবাবে ‘ম্যাড ম্যাক্স’ বলেন, ‘আমি একদমই অবাক হইনি নারিনকে ওপেন করতে দেখে। বিগ ব্যাশে নারিনকে ওপেন করতে দেখেছি।’

গত বছর মেলবোর্ন রেনিগেডস-এর হয়ে নারিন তিন বার ওপেন করেছেন বিগ ব্যাশে। কিন্তু আইপিএল-ও যে ওপেন করতে নেমে পড়বেন এটা অনেকেই প্রত্যাশা করেননি। নাইটদের অধিনায়ক গৌতম গম্ভীর বলেছিলেন, ‘ন’ নম্বরে ব্যাট করতে নেমে খুব বেশি বল খেলার সুযোগ পায় না সুনীল।’  নাকিন যে কোনও মুহূর্তে ব্যাট হাতে রুদ্রমূর্তি ধারণ করতে পারেন। সেই কারণেই কেকেআর ক্যারিবিয়ান এই রহস্যময় স্পিনারকে ওপেন করতে পাঠাচ্ছে। ইনিংসের গোড়াতেই তাঁকে দেখে বিস্মিত হয়ে যান প্রতিপক্ষের বোলাররা। তার পরে দ্রুত রান করে দিতে পারলে লাভবান তো কেকেআর-ই। প্রতিদিন অবশ্য এই কৌশল খাটবে না। কিন্তু যেদিন খেটে যাবে সেদিন নাইটরাইডার্সকে আর থামাবে কে। বিশেষ করে ক্রিস লিন না থাকায় যে শূন্যতা তৈরি হয়েছে, সেই শূন্যতা পূরণ করতে পারেন সুনীল নারিন। কতদিন কেকেআর তাঁকে ওপেন করাবে, সেটাই এখন দেখার।
১৫ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে